ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া মেঘ ঢুকে হিম-হাওয়ার পথে কাঁটা ছড়িয়ে দিয়েছিল। কয়েক দিন সেই মেঘের দাপট চললেও শেষ পর্যন্ত তাকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলে দিল তীব্র উত্তুরে হাওয়া। সেই সুবাদেই টানাপোড়েন কাটিয়ে রাজ্যে পৌঁছে গেল শীত।
এ বার ডিসেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে শীত আসবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল যথেষ্টই। নভেম্বরে আসা পরপর দু’টি ঘূর্ণিঝড় হেলেন এবং লহরই তার মূল কারণ। তবে চলতি মরসুমে এ-পর্যন্ত শেষ ঘূর্ণিঝড় লহর স্থলভূমিতে ঢোকার আগেই শক্তি হারিয়ে ফেলায় বাতাসে যতটা জলীয় বাষ্প ঢোকার কথা ছিল, তা ঢোকেনি। বরং অতি প্রবল ঘূর্ণিঝড় লহর শক্তি খোয়াতে খোয়াতে শেষ পর্যন্ত নিছক নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের স্থলভূমিতে ঢুকে পড়ার পরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমতে শুরু করে। বাকি যেটুকু পড়ে ছিল, মঙ্গলবার তাকে প্রায় চাঁটি মেরে হটিয়ে দিল উত্তর ভারত থেকে আসা তীব্র ঠান্ডা হাওয়া। তাতেই রাস্তা খুলে যাওয়ায় শীত সহজে দক্ষিণবঙ্গে পৌঁছে গিয়েছে বলে জানাচ্ছেন আবহবিজ্ঞানীরা।
এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, শীতের প্রস্তুতি শুরু হয় নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই। নামতে থাকে তাপমাত্রা। সেই প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত না-ঘটলে ডিসেম্বরের গোড়াতেই শীত হাজির হয় দক্ষিণবঙ্গে। এ বার কিন্তু ব্যাঘাত ঘটায় জোড়া ঘূর্ণিঝড়। তাদের দাপটে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। সেখান থেকে কবে যে তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি আসবে, তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলেন আবহবিজ্ঞানীরা। অবশেষে উত্তুরে হাওয়া তেড়েফুঁড়ে মাঠে নামায় এ দিন কলকাতার সবনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৬ ডিগ্রিতে।
শীত আসার লক্ষণ কী?
আবহবিজ্ঞানীরা বলছেন, শীত আসার নির্দিষ্ট কোনও দিন নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রার নিম্নগতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দেখেই শীতের আগমনের কথা ঘোষণা করা হয়। এটাই নিয়ম। সংজ্ঞা একটা ঠিক হয়েছে তাপমাত্রার ভিত্তিতেই। আবহবিদেরা জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকলে সেই পরিস্থিতিকে শীত বলা হয়। সোমবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে পৌঁছে যায়। মঙ্গলবার আর্দ্রতা কম থাকায় এবং আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে তাপমাত্রা নামবেই। আজ, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রাও ১৬ ডিগ্রির নীচে নেমে যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
|