ফের ভোলবদল আবহাওয়ার! গত দু’দিনে রেকর্ড গড়েছিল পারদের উত্থান। সোমবার তাপমাত্রা কিছুটা কমতেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামিকাল, বুধবারের মধ্যে পাকাপাকি ভাবে শীত আসতে চলেছে রাজ্যে। চলতি সপ্তাহেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আবহবিজ্ঞানীরা মনে করছেন।
আবহবিদেরা জানান, নভেম্বরের মাঝামাঝি রাজ্য জুড়ে দাপট দেখিয়েছিল উত্তুরে হাওয়া। কিন্তু ওই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে পরপর দু’টি ঘূর্ণিঝড়, হেলেন ও লহর তৈরি হয়। তার ফলে জলীয় বাষ্প ও মেঘ ঢুকে পড়ে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। এর জেরেই তাপমাত্রা বাড়তে থাকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার ছিল এক দশকের উষ্ণতম নভেম্বরের শেষ। রবিবার গরম-দৌড়ে পাঁচ বছরের রেকর্ড ভেঙেছিল ডিসেম্বরের প্রথম দিন।
আবহবিজ্ঞানীরা বলছেন, রবিবার থেকেই লহরের প্রভাব কাটতে শুরু করে। এ দিন বিকেল থেকেই শীতের পরিস্থিতি জোরালো হয়েছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার হিসেব করেই শীত আসার আসার ঘোষণা করা হয়েছে।” সাধারণত, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলেই শীত আসছে বলে জানান আবহবিদেরা।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি। বীরভূম, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নীচে বলে আবহবিজ্ঞানীরা জানান। |