ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে হাত মিলিয়ে স্কুলে শিশু-সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। কী ভাবে এগোনো যায়, তা নিয়ে আলোচনার জন্য কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে একটি বৈঠকও হয়েছে। সোমবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক আলোচনাসভায় এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “শিশুদের তো বটেই, সরকার শিশুকন্যার সুরক্ষা নিয়েও বিশেষ ভাবে উদ্যোগী ও যত্নবান।” তিনি জানান, শিশু-শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে রাজ্য সরকার ‘রেপা’ নামে একটি সংস্থা তৈরি করেছে। গত দু’বছরে ওই সংস্থায় স্কুলের নানা সমস্যা সংক্রান্ত ১৫৯টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১১২টির নিষ্পত্তি হয়েছে। এ দিনের আলোচনা সভায় কলকাতায় আমেরিকার কনসাল জেনারেল হেলেন লাফাভ বলেন, “শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা সহজ কাজ নয়। সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমেই এই কাজে সাফল্য আসবে।”
|
বি টি রোডের কিছু অংশে সম্প্রসারণের কাজ শুরু হল। আপাতত সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে বলে সোমবার বিধানসভায় জানান পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত অংশের কাজ করবে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয় মেট্রোর কাজ বন্ধ। কেন, তা জানি না।” পূর্তমন্ত্রী জানান, টালা ব্রিজ থেকে ব্যারাকপুর পর্যন্ত অংশ মজবুত করতে পূর্ত দফতর পরিকল্পনা নিয়েছে। এই খাতে খরচ ধরা হয়েছে ৪৫ কোটি ৬ লক্ষ টাকা। মেট্রো রেল সূত্রে খবর, দমদম থেকে দক্ষিণেশ্বর হয়ে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য বি টি রোডের নীচ দিয়ে যাওয়া পলতার পানীয় জলের পাইপ সরাতে হবে। কিছু জমিও অধিগ্রহণের প্রয়োজন। মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর পর্যন্ত কিছুটা কাজ এগিয়েছিল। পরে তা থমকে রয়েছে।
|
এক মহিলা ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব বিভিন্ন মহল। একটি সংগঠন সোমবার ভবানী ভবনে কমিশনের দফতরে দাবিপত্রও পেশ করে। কিন্তু তাঁকে ইস্তফা না-দিতে অনুরোধ করেছেন কমিশনের বহু কর্মী ও অফিসার এবং কয়েকটি মানবাধিকার সংগঠন। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ অশোকবাবু দফতরে যান। সংবাদমাধ্যমকে এড়িয়ে ঢুকে যান নিজের অফিসে। কমিশন সূত্রের খবর, চেয়ারম্যান আর-পাঁচটা দিনের মতোই কাজ করেছেন।
|
চাষিদের স্বার্থে সহায়ক মূল্যে সরকারের ধান, পাট কেনা এবং বীজে সরকারি ভর্তুকির দাবিতে আন্দোলন চালানোর সিদ্ধান্ত হল বেনফেডের কর্মচারীদের সংগঠন ‘মার্কেটিং ফেডারেশন এমপ্লয়িজ ইউনিয়নে’র সম্মেলনে। কোচবিহারে সম্মেলন থেকে ওই সংগঠনের সভাপতি হয়েছেন নরেন চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রদীপ সাধুখা। |