টুকরো খবর |
তেলঙ্গানা বিল নিয়ে এখনও অনিশ্চয়তা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৩ ডিসেম্বর |
পৃথক তেলঙ্গানা গঠন নিয়ে সর্বদল বৈঠকে প্রত্যয়ী মনোভাব দেখালেন প্রধানমন্ত্রী। কিন্তু সরকারের শীর্ষ সূত্রেই বলা হচ্ছে, আসন্ন শীতকালীন অধিবেশনের শেষ মুহূর্তে যদি বিলটি পেশও হয়, তা হলেও পাশের সম্ভবনা কম। বরং আগামী বছরের শুরুতে বাজেট অধিবেশনে তেলঙ্গানা বিলের গতি হতে পারে। এর অন্যতম প্রধান কারণ, বিলের খসড়াই এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী। পরশু থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠক ডাকেন স্পিকার মীরা কুমার। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, “পৃথক তেলঙ্গানা রাজ্য গঠনের ব্যাপারে ইউপিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” কিন্তু পরক্ষণেই সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ বলেন, “আগে মন্ত্রিসভার বৈঠকে তেলঙ্গানা বিলটি পাশ হোক। তার পরে তা সংসদে পেশ করার কথা।” গত সেপ্টেম্বরে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে পৃথক তেলঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব এ-ও জানিয়েছিলেন, সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যে বিল পাশ করানো হবে। কিন্তু আজ রাতেও দীর্ঘ বৈঠক করে খসড়া চূড়ান্ত করতে পারেনি মন্ত্রিগোষ্ঠী। কাল ফের বসছে বৈঠক। এক শীর্ষ সারির মন্ত্রী বলেন, আগে ঠিক ছিল, ৩০ নভেম্বরের মধ্যে তেলঙ্গানা বিল মন্ত্রিসভা অনুমোদন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে। এ বার এমনিতেই অধিবেশনের মেয়াদ কম। অথচ কবে মন্ত্রিসভা অনুমোদন দেবে, আর কবেই বা রাষ্ট্রপতির কাছে তা পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। তা ছাড়া রাষ্ট্রপতি ওই বিল পাওয়ার পর তা রাজ্য বিধানসভার কাছেও পাঠানোর কথা। কংগ্রেসের একটি সূত্র বলছে, যে হেতু পৃথক রাজ্য গঠনের বিষয়, তাই মন্ত্রিগোষ্ঠী স্পর্শকাতরতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে।
পুরনো খবর: তেলঙ্গানা মেনেও সঙ্কটে কংগ্রেস, উজ্জীবিত মোর্চা |
উদ্ধার প্রচুর অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রচুর অস্ত্র উদ্ধার করল মিজোরাম পুলিশ, আসাম রাইফেল্স। মায়ানমার থেকে জঙ্গিদের জন্য অস্ত্র পাচার হচ্ছে খবর পেয়ে গত কাল রাতে চাম্পাই -সেরচিপ রোডে তারা তল্লাশি শুরু করে। তখনই একটি গাড়ি থেকে মেলে লাইট মেশিনগান, ১৩টি বিভিন্ন মডেলের অ্যাসল্ট রাইফেল, ৩৯টি গ্রেনেড, পিস্তলের সাইলেন্সার, টেলিস্কোপ সাইট, ৩০টি ম্যাগাজিন ও প্রচুর কার্তুজ। গাড়িতে থাকা দুই অস্ত্র পাচারকারীকেও গ্রেফতার করা হয়।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহরণের ৩৩ দিন পরে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে অসমের লখিমপুর জেলায়। পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর লখিমপুরের বাসিন্দা জটাশঙ্কর শর্মাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁর মুক্তির বিনিময়ে ১০ লক্ষ টাকাও দাবি করে। শর্মার পরিবার পুলিশে অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে আবদুল গাজি, নাসির আহমেদ নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। তাদের জেরা করে জানা যায়, শর্মাকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছে। আজ বাঙালপাড়ায় তাদের দেখানো জমি খুঁড়ে শর্মার দেহাবশেষ উদ্ধার করা হয়।
|
ইকুয়েডরের পথে এ বার যুব-ছাত্রেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের বিশ্ব যুব ও ছাত্র উৎসবের আসর বসতে চলেছে লাতিন আমেরিকার ইকুয়েডরে। মূলত সাম্রাজ্যবাদ-বিরোধী বার্তা দেওয়াই এই উৎসবের লক্ষ্য। আগামী ৭ ডিসেম্বর কিউবার রাউল কাস্ত্রো এই ছাত্র যুব উৎসবের উদ্বোধন করবেন। ইকুয়েডরের কুইটোয় বসছে এ বারের ১৮ তম যুব উৎসবের আসর। ভারতের ১১টি সংগঠনের মোট ১০৭ জন প্রতিনিধি যাচ্ছেন সেখানে যোগ দিতে। প্রতিনিধিদের মধ্যে বামপন্থী যুবরা যেমন আছেন, তেমনই আছে যুব কংগ্রেসও। তবে নেই তৃণমূল। দক্ষিণ এশিয়া শাখার কো-অর্ডিনেটর হিসাবে প্রতিনিধিদলে রয়েছেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ। তাঁর সঙ্গেই সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জামির মোল্লা, দেবজ্যোতি দাস, মধুজা সেন রায়েরা আমস্টারডাম হয়ে ইকুয়েডরের কুইটোর বিমান ধরবেন।
|
অটো থেকে পড়েই মৃত্যু মহিলার |
এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধরা পড়েছে মূল অভিযুক্ত, এক অটোচালকও। ২১ নভেম্বর অসমের লখিমপুরের বগিনদী এলাকার রাস্তায় এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা অটো থেকে মহিলাকে পড়তে ও দুই ব্যক্তিকে নেমে দেহটি পরীক্ষা করতে দেখেছিলেন। তার জেরেই, স্থানীয় মানুষ ও মৃতার পরিবার অভিযোগ তোলেন অটোয় ধর্ষণ করার পরে মহিলাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। ২৪ নভেম্বর গুয়াহাটির হাসপাতালে মহিলার মৃত্যু হয়। এ নিয়ে অবরোধ, বন্ধ, বিক্ষোভে উত্তাল হয় লখিমপুর। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হয়। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গড়া হয়। কিন্তু ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনাজনিত আঘাতেই মহিলার মৃত্যু হয়েছে। মৃতার পরিবার অবশ্য সেই কথা এখনও মানতে নারাজ। ইতিমধ্যে, পুলিশ গত কাল দুর্ঘটনাকাণ্ডে জড়িত অটোচালক ও অটোয় থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারাও পুলিশকে জানিয়েছে, অটো থেকে পড়ে মহিলা অজ্ঞান হয়ে যাওয়ায় ভয় পেয়ে অটোচালক অটো নিয়ে পালিয়ে গিয়েছিলেন।
|
জঙ্গির মৃত্যু |
সংঘর্ষবিরতি চুক্তি হওয়ার সময় রঞ্জন দৈমারিকে কেন্দ্র ও রাজ্যের তরফে বারবার তোলাবাজি বন্ধ করতে বলে সাবধান করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রঞ্জনপন্থীদের তোলাবাজি থামেনি। আজ তোলা আদায় করতে এসে গ্রামবাসীদের মিলিত প্রহারে মারা গেল এক এনডিএফবি জঙ্গি। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়ার কৃষ্ণাইতে। পুলিশ জানায়, গত দিন পনেরো ধরে শিঙিমারির ব্যবসায়ী জীবন রাভার কাছে রঞ্জনপন্থী এনডিএফবির তরফে ৫০ হাজার টাকা তোলা চাওয়া হচ্ছিল। দরদামের পরে তোলার পরিমাণ কমে ২০ হাজারে দাঁড়ায়। আজ বেলা ১২টা নাগাদ বাইকে চেপে দুই জঙ্গি সেই তোলা আদায় করতে এলে গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে। বাইকটি পুড়িয়ে দেওয়া হয়। এরপর চলে বেধড়ক মার। মারের চোটে ঘটনাস্থলেই রাবণ বসুমাতারি নামে এক জঙ্গির মৃত্যু হয়। তার সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ দিকে, কোকরাঝাড়ের বন্যাগুড়িতে পুলিশ ও এনডিএফবির মধ্যে গত রাতে গুলির লড়াই হয়।
|
জেলে ফেসবুক নিয়ে তদন্তের আশ্বাস মন্ত্রীর |
জেলে অন্য বন্দিদের সঙ্গে বেশ খোশমেজাজে তোলা ছবি ফেসবুকে দিয়েছিল এক বন্দি। তাতেই শুরু হয় বিতর্ক। জেলে বসে কী ভাবে ফেসবুক ব্যবহার করতে পারছে ওই বন্দি, ওঠে সেই প্রশ্ন। অভিযোগ ওঠে, জেলে বহাল তবিয়তেই রাখা হয়েছে তাদের। তা-ই ছবিতে দেখা যাচ্ছে বন্দিদের পোশাকটুকুও পরেনি সে। ২০১২ সালে কেরলের এক রাজনীতিককে খুনের মামলায় সে এখন বিচারাধীন বন্দি। জেলে থেকেই কী ভাবে সে এ কাজ করল তা খতিয়ে দেখতে মঙ্গলবার ওই জেল পরিদর্শনে যান কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী তিরুবাঞ্চুর রাধাকৃষ্ণন। পরে তিনি সাংবাদিকদের বলেন, যেহেতু ওই বন্দিরা এখনও বিচারাধীন, তাই এই বিষয়ে কী পদক্ষেপ করা উচিত সেটা আদালতই বলবে। তবে জেলকর্তা, রাজ্য পুলিশের প্রধান ও স্বরাষ্ট্র সচিবকে নিয়ে একটি দল বিষয়টি তদন্ত করে দেখবে।
পুরনো খবর: জেলে ফেসবুক |
জঙ্গিদের বেতন বৃদ্ধি |
গত ২১ বছরে চার-পাঁচ গুণ বেতন বেড়েছে তাদের। ১৯৯০ সালে যেখানে মাত্র ২-৩ হাজার টাকা মাস-মাইনে পেত তারা, ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০-১২ হাজার টাকা। এখন মোটামুটি এই হারেই বেতন পায় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। সম্প্রতি হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন ও তার নয় সঙ্গীর বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তে আরও জানা গিয়েছে, ভারতের নানা প্রান্তে সন্ত্রাস ছড়াতে পাকিস্তান থেকে ৮০ কোটি টাকার মতো অনুদান আসে ওই জঙ্গি গোষ্ঠীর হাতে। সেখান থেকেই মেটানো হয় সদস্যদের মাসিক বেতন। শুধু তাই নয়, বন্দি জঙ্গিদের মামলা মোকদ্দমা চালানোর খরচও জোগানো হত হিজবুলের বিশেষ তহবিল থেকেই।
|
মোদীকে তোপ |
গত রবিবারের বক্তৃতায় ৩৭০ অনুচ্ছেদ সম্পর্কিত মন্তব্যের জন্য নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লা। সোমবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, দশ বার প্রধানমন্ত্রী হলেও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করতে পারবেন না মোদী। রবিবারের বক্তৃতায় মোদী বলেন, জম্মু-কাশ্মীরে মহিলারা পুরুষের সমান অধিকার ভোগ করেন না। এই মন্তব্যের জন্য মোদীর সমালোচনা করেছেন ফারুক আবদুল্লার ছেলে তথা জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
পুরনো খবর: ৩৭০ নিয়ে বিতর্ক চেয়ে সমালোচনার মুখে মোদী |
অ্যাসিড হানায় |
অ্যাসিড হামলায় দৃষ্টিশক্তি হারানো বাঙালি তরুণীকে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ড্যান্টের কাজ পেলেন। অ্যাসিড হামলা সংক্রান্ত মামলাগুলি যে তিন বিচারপতি শোনেন, তাঁদের অন্যতম বিচারপতি কুরিয়ান জোসেফের উদ্যোগেই এই কাজ পান তিনি। ওই তরুণী ছিলেন বার-নর্তকী। ২০০৪-এ তিনি অ্যাসিড হামলার শিকার হন। মঙ্গলবারই রাজ্যগুলিকে আগামী ৩১ মার্চের মধ্যে অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণে উপযুক্ত আইন তৈরির নির্দেশ দিয়েছে আদালত।
|
ধর্ষণে ধৃত |
দিন পাঁচেক আগে কেরলের একটি অত্যাধুনিক রিসর্টে ঢুকে এক মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। তারা সে রাতে রিসর্টটিতে কীটনাশক ছড়াতে গিয়েছিল। দুই অভিযুক্তের মধ্যে এক জনের গলার চেন রয়ে গিয়েছিল নিগৃহীতার হাতে। সেই সূত্র ধরেই পুলিশ গ্রেফতার করে তাদের।
|
সফল উৎক্ষেপণ |
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হল ওড়িশার চাঁদিপুরে। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম পৃথ্বী-২। এটি ৩৫০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে পারে। |
|