অনিয়ম রুখতে ‘কড়া’ পদক্ষেপ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
শিশুশিক্ষা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র গুলিতে সহায়িকা এবং সম্প্রসারক নিয়োগে অনিয়ম রুখতে পদক্ষেপ করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। সোমবার সভাধিপতির নেতৃত্বে এক প্রতিনিধিদল বংশীহারি ব্লকের এক শিশুশিক্ষা কেন্দ্রে যান। কেন্দ্রটিতে ১৬ শিশুর জন্য সহায়িকা রয়েছেন ৩ জন। সভাধিপতি ললিতা টিগ্গা জানান, বাম আমলে পড়ুয়া-শিক্ষক অনুপাতের সরকারি নিয়ম না মেনে সিপিএম পরিচালিত জেলা পরিষদ কর্তৃপক্ষ সহায়িকা ও সম্প্রসারক নিয়োগ করেছেন। প্রতি শিশুশিক্ষা কেন্দ্রে ৮০ পড়ুয়া পিছু ৩ জন সহায়িকা ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বিষয়ভিত্তিক সম্প্রসারক নিয়োগে নিয়ম মানা হয়নি জেলা জুড়ে। এরই পাশাপাশি পঞ্চায়েত সমিতির কোনও রকম অনুমোদন ছাড়াই কেন্দ্রগুলিতে সহায়িকা নিয়োগ করা হয়েছে। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের দলনেতা শুভাশিস পালের বক্তব্য, এ জেলায় ৫২৭টি শিশুশিক্ষা কেন্দ্রে ১৪২৯ সহায়িকা আর ৪০টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে সম্প্রসারক নিযুক্ত ১৮৫ জন। এর মধ্যে শিশুশিক্ষা কেন্দ্রের ৬৫০ জন সহায়িকা এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ৪০-৫০ জন সম্প্রসারকের নিয়োগে বেনিয়ম আছে। বিষয়টি দেখে কড়া পদক্ষেপ করা হবে। সিপিএমের পূর্বতন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অমিত সরকার বলেন, “অভিযোগ ঠিক নয়। নিয়ম মেনেই কেন্দ্রগুলিতে সহায়িকা, সম্প্রসারক নিয়োগ হয়েছিল।”
|
বাড়ি ফিরল দুই কিশোর
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সাইকেল বিক্রি করে বাড়ি থেকে পালিয়েছিল দুই বন্ধু। শেষ রক্ষা হল না। স্টেশনে ঘোরাঘুরির সময় রেল পুলিশের হাত হয়ে বাড়ি ফিরতে হল দুই কিশোরকে। উত্তরপূর্ব সীমান্ত রেলের সামসি স্টেশন থেকে রবিবার রাতে দুই কিশোরকে উদ্ধার করে পুলিশ। মালদহ রেল পুলিশের থানায় রাত কাটানোর পর সোমবার বিকালে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মহম্মদ রাজা সপ্তম শ্রেণির ছাত্র। ভেলু শেখ পড়াশুনা না করলেও তাদের মধ্য বন্ধুত্ব রয়েছে। দু’জনের বাড়িই সাওরগাছি এলাকায়। কৃষক পরিবারের সন্তান দুই কিশোরই। গত রবিবার টিউশন পড়তে বাড়ি থেকে বার হয়ে আর ফেরেনি রাজা। সামসি স্টেশনে দুই কিশোরকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তাদের কাছে সদুত্তর না পেয়ে দুজনকে আটক করে মালদহে রেল পুলিশের থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই পুলিশের জেরায় ভেঙে পড়ে দু’জন।
|
আরও ১৪ দিন জেল হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ইসলামপুরের অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালত। সোমবার দুপুরে সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে ইসলামপুরের আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, “অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালতের বিচারক বিকাশ লামা সুদীপ্ত সেনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” ইসলামপুরের এক এজেন্টের দায়ের করা মামলার ভিত্তিতেই এ দিন তাকে আদালতে তোলা হয়। আমানতকারীরা বিক্ষোভ দেখান আদালত চত্বরে।
|
গ্রেফতার ৮ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ডাকাতির ঘটনার জড়িত থাকার অভিযোগে ৮ জন দুষ্কৃতীকে ধরে ইসলামপুর থানার পুলিশ। রবিবার রাতে ইসলামপুর থানার ধনতলা, তিনপুল সহ নানা জায়গা থেকে ওই ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত এক জন রায়গঞ্জ এবং বাকিরা ইসলামপুর এলাকার বাসিন্দা।
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বিষক্রিয়াপ ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ট্যাংটাঘাট এলাকায় রবিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল (৩৫)। বাড়িতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে মৃত্যু হয়েছে।
|
অনুপ্রবেশে ধৃত ১২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অনুপ্রবেশের অভিযোগে ১২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে হিলি থানার উজাল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। ওই দলে ৫ জন শিশু, কিশোর সহ ৫ জন পুরুষ ও ২ জন মহিলা আছেন।
|
অনলাইনে কোচবিহার রাজবাড়ির কুলদেবতা মদনমোহন দেবের পুজোর বন্দোবস্ত চালু করছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড। কোচবিহারের সদর মহকুমাশাসক তথা বোর্ডের সদস্য বিকাশ সাহা বলেন, “ডিসেম্বরেই ওয়েবসাইটটি চালু হবে।”
|
পুড়ে গেল পাঁচটি বাড়ি। সোমবার হলদিবাড়ির জঙ্গলবস গ্রামে। জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন যাওয়ার আগে বাড়িগুলি ছাই হয়ে যায় বলে বাসিন্দারা জানিয়েছেন। |