গত শুক্রবার শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় চাকরির পরীক্ষা ছিল রায়গঞ্জের বীরনগর এলাকার বাসিন্দা মোবাইল ফোনের ব্যবসায়ী জয় রায় ও উদয়পুর এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক জগা দত্তের। বৃহস্পতিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে দুপুর দেড়টা থেকে প্রায় ঘণ্টা চারেক দাঁড়িয়ে তাঁরা বাস পান। কলকাতা থেকে শিলিগুড়িগামী ওই সরকারি বাসে আসন অবশ্য মেলেনি। ভিড়ে ঠাসাঠাসি অবস্থাতেই যেতে হয়। তাঁদের কথায়, “একে বেহাল রাস্তা, তার উপর বাস মেলেনা। তাই একদিন আগেই রওনা হলাম। কখন পৌঁছবো তার তো কোনও ঠিক নেই।” |
আগে সাড়ে চার ঘণ্টায় যে পথ যাওয়া যেত, সেই পথ পেরোতে রওনা হতে হচ্ছে এক দিন আগে।
বেহাল জাতীয় সড়কের জেরে মালিকেরা বাস তুলে নেওয়ায় এমনই নিত্য ভোগান্তির শিকার উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গত এপ্রিল থেকে রায়গঞ্জ-ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৫০ কিলোমিটার পথ বেহাল। এক সপ্তাহ ধরে ওই রাস্তা যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “বেহাল রাস্তায় বাস চালাতে গিয়ে লোকসানের শিকার উত্তরবঙ্গের নানা জেলার বাসমালিকরা। তাই তাঁরা শিলিগুড়ি রুটে বেশির ভাগ বাস চালানো বন্ধ রেখেছেন। রাস্তা মেরামতি শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল স্বাভাবিক হবে না।”
জাতীয় সড়কের রায়গঞ্জ থেকে ডালখোলা অংশে রাস্তা ভরে গিয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দে। বেশিরভাগ জায়গায় পিচের চাদর উঠে গিয়ে ইট-পাথর বেরিয়ে পড়েছে। যানজট ও দুর্ঘটনা রোজকার ব্যাপার। বেহাল পথে বাস, ট্রাক ও ট্রেকার-সহ বিভিন্ন গাড়ি ঘনঘন বিকল হয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে মালিকদের অভিযোগ। জাতীয় সড়ক মেরামতির দাবিতে মে মাস থেকে জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার অবরোধ করেন পরিবহণ মালিকেরা। তা সত্ত্বেও সড়ক মেরামত করার কাজে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ। এই ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা বলেছেন, “প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দে জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ শেষ করতে বলেছি।” রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট ও শিলিগুড়ি থেকে প্রতিদিন রায়গঞ্জ হয়ে ৪০টি বেসরকারি বাস যাতায়াত করলেও রাস্তা বেহাল থাকায় য়এক সপ্তাহ ধরে গড়ে ১০টি বাস যাতায়াত করছে। দুপুর ৩টের পর বাস চালানো হচ্ছে না। অন্য দিকে, রায়গঞ্জ, মালদহ, শিলিগুড়ি ও বালুরঘাট থেকে প্রতিদিন ৬টি সরকারি বাস রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে য়াতায়াত করলেও সেগুলিও সময়মতো চালানো সম্ভব হচ্ছে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা জানান, “সাধারণত রায়গঞ্জ থেকে ১৮৭ কিলোমিটার দূরের শিলিগুড়ি যেতে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগলেও বর্তমানে রাস্তা বেহাল থাকার কারণে এখন ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগছে।” পর্যাপ্ত বাস না থাকায় গত এক সপ্তাহ ধরে দুপুর ৩ টের পর থেকে যাত্রীরা রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী বাস না পেয়ে সমস্যায় পড়ছেন। উত্তর দিনাজপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক তপন মল্লিক বলেন, “রাস্তা বেহাল থাকার কারণে শিলিগুড়িগামী অনেক বাসই প্রতিদিন যাতায়াত না করায় যাত্রীরা সমস্যায় পড়েছেন বলে আমিও শুনেছি। বাস মালিকদের সঙ্গে কথা কোনও বিকল্প ব্যবস্থা করা যায় কি না দেখছি।” |