টুকরো খবর |
ভুটিয়াদের প্রস্তাব মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভুটিয়াবস্তির ২৯ পরিবারকে অন্যত্র জায়গা দেওয়ার প্রস্তাব দিল বন দফতর। সোমবার রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন ওই এলাকায় গিয়ে তাঁদের হাতিপোতা রেঞ্জের চুনিয়া বিটে বন দফতরের জমিতে বসবাস করার প্রস্তাব দিয়েছেন। জয়ন্তী রেঞ্জ লাগোয়া ওই ভুটিয়াবস্তির বাসিন্দাদের পুর্নবাসন নিয়ে বন দফতর এখন আশাবাদী। বনমন্ত্রী বলেন, “ভুটিয়াবস্তি এলাকার বাসিন্দারা বর্ষায় সমস্যায় পড়েন। জয়ন্তী নদীর জল বেড়ে গেলে যাতায়াতে সমস্যা হয়। এলাকায় কর্ম সংস্থানের ব্যবস্থা নেই, বাসিন্দাদের অন্যত্র চলে আসার প্রস্তাব দিয়েছি। বাসিন্দারা সন্মতি জানালে প্রক্রিয়া শুরু হবে। পর্যটন নিয়েও বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে।” এলাকার বাসিন্দারা সরে যেতে রাজি হলে তাঁদের ঘর তৈরি থেকে শুরু করে, রাস্তা, পানীয় জলের ব্যবস্থাও করে দেওয়া হবে। ভুটিয়াবস্তির একাংশ বাসিন্দা বছর কয়েক আগে পাটকাপাড়া এলাকায় স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে ২৯টি পরিবার সেখানে বসবাস করেন। ভুটিয়া বস্তির বাসিন্দা অর্জুন ছেত্রী বলেন, “মন্ত্রীর প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছি।”
|
দলসিংপাড়া বাগান চালু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দু’মাসেরও বেশি বন্ধ থাকার পর সোমবার খুলল ডুয়ার্সের দলসিংপাড়া চা বাগান। বোনাসের হার নিয়ে শ্রমিকদের সঙ্গে বিবাদে ২৫ সেপ্টেম্বর মালিক পক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছিল। দলসিং পাড়া চা বাগানের জেনারেল ম্যানেজার রুপেন্দর সিংহ রানাওয়াত বলেন, “সোমবার ১৫০০ শ্রমিকের ৭০ শতাংশ কাজে যোগ দিয়েছে। মাস দু’য়েক বাগান বন্ধ থাকায় পরিচর্চা না হওয়ায় বাগানে আপাতত চা পাতা নেই।” তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ গোস্বামী বলেন, “বাগানটি বন্ধ থাকায় শ্রমিকরা সমস্যায় পড়েন। এ দিন বাগান খোলায় সকলেই খুশি।” অন্য শ্রমিক সংগঠনের নেতারাও এ দিন সন্তোষ প্রকাশ করেছেন।”
|
১৭ দফা দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মোট ১৭ দফা দাবিতে পুরসভার সচিবের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখান আইএনটিইউসি পরিচালিত পুর কর্মচারীদের সংগঠন। শ্রমিকদের স্থায়ীকরণ, দশ বছরের বেশি সময় ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন ৬৬০০ টাকা করা, রাজ্য সরকারি হারে পিএফ ও গ্র্যাচুইটি প্রদান সহ একাধিক দাবি নিয়ে কমিশনারের কাছে যান তাঁরা। কমিশনার না থাকায় পুর সচিবকে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন দাস রায় বলেন, “দীর্ঘদিন ধরেই অস্থায়ী কর্মীরা বঞ্চিত হয়ে আসছে। আমাদের দাবি সাতদিনের মধ্যে পূরণ না হলে আমরা লাগাতার আন্দোলনে যাব।”
|
আরও ১০০টি নয়া বাস পাহাড়ের জন্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রীয় জেএনএনইউআরএম প্রকল্পে রাজ্যে আরও ১০০ টি বাসের অনুমোদন এসেছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের জন্য ওই বাসে ৮০ শতাংশ কেন্দ্রীয় ভর্তুকি পাওয়া যাবে। নতুন বছরের গোড়ায় বাসগুলো রাস্তায় নামানোর চেষ্টা চলছে বলে সোমবার রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে। এ দিন নবান্নে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র জানান, জেএনএনইউআরএম প্রকল্পে সম্প্রতি ১০০টি বাসের কেন্দ্রীয় অনুমোদন মিয়েছে। বাসগুলো পাহাড়ি এলাকায় ব্যবহারের পরিকল্পনা হচ্ছে।
|
সওয়া লক্ষ টাকা জরিমানা আদায়
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তিনটি স্টেশনে অভিযান চালিয়ে সওয়া লক্ষ টাকা জরিমানা আদায় করল রেল দফতর। রবিবার আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার এবং নিউ কোচবিহার স্টেশনে অভিযান চালান রেল আধিকারিক, কর্মীরা। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশন সিনিয়র কর্মাশিয়াল ম্যানেজার অলোকানন্দা সরকার বলেন, “বিনা টিকিটের যাত্রী, প্ল্যাটফর্মে থুথু ফেলা থেকে অবৈধ ভাবে বেশি পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে জরিমানা করা হয়। ১৩৯ জনকে জরিমানা করে ১ লক্ষ ১৬৫২০ টাকা আদায় হয়।”
|
৭ মাস ধরে বন্ধ সাম্মানিক ভাতা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
৭ মাস ধরে সাম্মানিক ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করলে সম্পদ কর্মীরা। সোমবার সম্পদ কর্মীরা নতুন সংগঠন গড়েছেন। জলপাইগুড়ি সুভাষ ভবনে পশ্চিমবঙ্গ সম্পদ কর্মী সমিতি নামে নবগঠিত সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বকেয়া ভাতা প্রদান সহ ভাতা বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। সম্পদ কর্মীরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করে থাকেন। জেলায় এমন কর্মীর সংখ্যা ৩৪০ জন। সাত মাস ধরে মাসিক ৭৫০ টাকা ভাতা বন্ধ বলে সংগঠনের অভিযোগ। সম্পাদক মলি চৌধুরী বলেন, “রাজ্য সরকারের কাছে বকেয়া দেওয়ার দাবি জানাব।”
|
টিএমসিপির ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কলেজের প্রাণিবিদ্যা বিভাগে সরঞ্জাম না থাকায় বিভাগীয় প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার আলিপুরদুয়ার কলেজে বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দু’টো পর্যন্ত চলে ঘেরাও। অধ্যক্ষের হস্তক্ষপে ঘেরাও ওঠে। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “প্রাণিবিদ্যা বিভাগে পরিকাঠামোর সমস্যা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” বিভাগীয় প্রধান রেবা সাহা জানিয়েছেন, পরীক্ষাগারের প্রয়োজনীয় সামগ্রী চেয়ে বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।
|
ডুবে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। সোমবার সকালে ঘটনাটি ঘটে নিউ আলিপুরদুয়ারের ১৬ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম দেব রায় (৩)। আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “সকাল থেকেই শিশুটি নিখোঁজ ছিল। পরে বাড়ি লাগোয়া একটি জলাশয়ে দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। শিশুটি কোনওভাবে জলাশয়ে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।
|
ভুটিয়াদের দাবি |
লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের পরে পাহাড়ের তামাঙ্গ সম্প্রদায় পৃথক পর্ষদের দাবি তুলেছিল। এ বার পাহাড়ের ভুটিয়া সম্প্রদায়ও উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল। সোমবার অল ইন্ডিয়া ভুটিয়া অ্যাসোসিয়েশনের তরফে কালিম্পং-র মহকুমাশাসককে সেই দাবি জানিয়ে স্মারকলিপি দেন তাঁরা।
পুরনো খবর: কাউন্সিলের দাবিতে পদযাত্রা |
|