লেপচা উন্নয়ন কাউন্সিলের মতোই তামাঙ্গ সম্প্রদায়ের বাসিন্দাদের উন্নয়নের জন্য পৃথক কাউন্সিলের দাবি নিয়ে আগামী জানুয়ারি মাস পর্যন্ত টানা পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে তামাঙ্গ ইয়ুথ অ্যাসোসিয়েশন। তামাঙ্গ ভাষাকে রাজ্য সরকারের স্কুলের পাঠক্রমে অর্ন্তভুক্তির দাবিও তুলেছে ওই সংগঠন। সংগঠন সূত্রে জানানো হয়েছে, এখনও দিনক্ষণ স্থির না হলেও জানুয়ারি মাসে মিরিকে তামাঙ্গ সম্প্রদায়ের জাতীয় অধিবেশনে মুখ্যমন্ত্রীর যোগদানের সম্মতি মিলেছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এলে, তাঁর কাছে তামাঙ্গদের জন্য কাউন্সিল-সহ ভাষা এবং অর্থনৈতিক উন্নয়নের দাবি জানানো হবে। দার্জিলিং জেলায় প্রায় তামাঙ্গ সম্প্রদায়ের ৩ লক্ষ বাসিন্দা রয়েছেন বলে সংগঠন সূত্রে দাবি করা হয়েছে। চলতি বছরের মার্চে মুখ্যমন্ত্রীর ডুয়ার্স সফরের সময়ে তামাঙ্গ সংগঠনের তরফে প্রথম বার উন্নয়ন কাউন্সিল গঠনের দাবিপত্র পেশ করা হয়। তামাঙ্গ যুব সংগঠনের তরফে জানানো হয়েছে, পৃথক কাউন্সিলের দাবিতে, ইতিমধ্যে কালিম্পঙে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। জানুয়ারি মাসের মধ্যে কাশির্য়াং এবং দার্জিলিঙেও পদযাত্রা হবে। যুব সংগঠনের সভাপতি সঞ্জয় মোকতান বলেন, “লেপচা উন্নয়ন কাউন্সিলের মতোই তামাঙ্গ উন্নয়ন কাউন্সিল দাবি করা হয়েছে। এতে এই সম্প্রদায়ের বাসিন্দাদের উন্নয়ন হবে। যে সব এলাকায় তামাঙ্গ সম্প্রদায়ের বাসিন্দারা রয়েছেন সেখানকার রাজ্য সরকারি স্কুলে তামাঙ্গ ভাষা পড়ানোর দাবিও জানানো হয়েছে।” সংগঠনের প্রচার কমিটির সম্পাদক নিমা তামাঙ্গ বলেন, “এর আগে মুখ্যমন্ত্রীর তিন বার পাহাড় সফরের সময়ে তাঁর সঙ্গে দেখা করে পৃথক কাউন্সিল গঠনের দাবি করেছি। উনি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আগামী জানুয়ারি মাসে তিনি আসার পরে সদর্থক ঘোষণা হবে। সেই সঙ্গে পৃথক কাউন্সিলের দাবিতে চলতি মাসে কার্শিয়াঙে এবং আগামী জানুয়ারি মাসে দার্জিলিঙে বড় দু’টি পদযাত্রা হবে। স্থানীয় স্তরে পদযাত্রা চলবে।” |