পুলিশ-কতার্র বদলির প্রতিবাদ শিলিগুড়িতে
মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমারের গ্রেফতারের ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামনকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রবিবার শিলিগুড়ি শহরে মিছিল বার করে এসএফআই, ডিওয়াইএফ ও যুব কংগ্রেস। পুলিশ কমিশনারের ছবি নিয়ে মিছিল করা হয়। দুই সংগঠনের তরফে দাবি করা হয়, পুলিশ কমিশনার ঠিক পদক্ষেপ করেছেন। সিপিএম ও কংগ্রেসের তরফে আলাদা ভাবে হলেও একই সুরে অভিযোগ করা হয়েছে, ওই ঘটনায় শাসক দলের যে নেতাদের নাম জড়িয়ে গিয়েছে, তাঁদের আড়াল করতেই কমিশনারকে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে টানা আন্দোলনের হুমকি দিয়েছে তারা। সোমবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ৮৪ কোটি টাকা দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পথসভা করবে কংগ্রেস। ওই দিনই বিকাল ৪ টায় বামফ্রন্টের ডাকে মিছিল হবে শিলিগুড়িতে।
পুলিশ কমিশনারকে বদলির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় ঘটক বলেন, “এসজেডিএতে দুর্নীতির ঘটনায় পুলিশ কমিশনার সঠিক পদক্ষেপ করেন। সে জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা মানা হবে না। আন্দোলন চলবে।” সরকারি তরফে জেলাশাসকের জামিনের বিরোধিতা কেন করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন সুজয়বাবুরা। তিনি বলেন, “আমরাও আইনি পদক্ষেপের কথা ভাবছি। জনস্বার্থ মামলা দৃকরা হবে।” এ দিন ডিওয়াইএফ-এর তকফেও তৃণমূলের একাংশের কড়া সমালোচনা করা হয়েছে। ওই সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর ঘোষের অভিযোগ, দুর্নীতির ঘটনায় শাসক দলের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কয়েকজন প্রথম সারির নেতার সামনে এসেছে। তাঁদের জেরা করছে পুলিশ। গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যই পুলিশ কমিশনারকে বদলি করে দেওয়া হয়েছে।” তিনি জানান, পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে টানা আন্দোলন করবে ডিওয়াইএফ।” তৃণমূলের তরফে দলের নেতারা বাম ও কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। কেউ প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির এক শীর্ষ নেতা জানান, তাঁরা প্রশাসনিক ও বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করবেন না।
এদিন বেলা ১২ টা নাগাদ অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল বের করে এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিলটি সেবক মোড় হয়ে হাসমি চকে গিয়ে শেষ হয়। সেখানে মুখ্যসচিব সঞ্জয় মিত্রের কুশপুতুল দাহ করেন বাম সংগঠনের সদস্যরা। দুপুর ২ টা নাগাদ সেবক মোড় থেকে মিছিল বের করে যুব কংগ্রেস সদস্যরা। কারলিয়াপ্পনের ছবি হাতে নিয়ে মিছিল করেন তারা। মিছিলটি হিলকার্ট রোড, সেবক রোড হয়ে বিধান রোডে যায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.