টুকরো খবর
জমির ন্যায্য দাম দাবি
বাজার-দর অনুযায়ী জমির ন্যায্য দামের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিদের একাংশ। উত্তর দিনাজপুরে ইটাহার থানার মারনাই পঞ্চায়েতের কোয়ারপুরের জনা পঞ্চাশেক চাষি শনিবার ২ ঘণ্টা স্থানীয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সকাল ৯টা থেকে অবরোধ চলার পর পুলিশ ও ইটাহারের বিধায়ক অমল আচার্যের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। ইটাহার থেকে ডালখোলা ৭০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক চার লেনের তৈরির কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সম্প্রতি জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়। এলাকার ১০০ জন চাষির দেড়শো কাটা জমি অধিগ্রহণ হওয়ার কথা রয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জমি জরিপের কাজ শেষ করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের তরফে মফিজুদ্দিন আহমেদ বলেন, “জমির অবস্থান ও উর্বরতা বিচারে প্রতি কাটা জমির দাম এক থেকে দেড় লক্ষ টাকা হওয়ার কথা। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ চাষিদের কাটা প্রতি ৫০ থেকে ৮০ হাজার টাকার বেশি দিতে চাইছেন না।” ইটাহারের বিধায়ক অমল আচার্য বলেন, চাষি যাতে ন্যায্য দাম পান সে জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। চাষিদেরও মনে রাখা দরকার উন্নয়নের স্বার্থে চার লেন রাস্তাও জরুরি।”

জেলা জুড়ে শিবির
আগামী লোকসভা ভোট সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে জেলা জুড়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের কর্মসূচি নিল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্রের নেতৃত্বে জেলার প্রতিটি ব্লকে ওই প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার বালুরঘাটে কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “আজ হরিরামপুর ও ইটাহার ব্লকে অনুষ্ঠিত রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ওই কর্মসূচি শুরু হচ্ছে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।”

যুবককে খুন
এক যুবক খুনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দিনহাটার কিসামতদশগ্রাম এলাকায় ওই ঘটনা ঘটেছে। নিহতের নাম ছিন্টু বর্মন (২২)। রাতে কিসামত দশগ্রাম বাজার সংলগ্ন রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাসিন্দারা পরিবারের লোকদের খবর দেন। তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ওই যুবককে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার অনুপ জায়সবাল এ দিন বলেছেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত হচ্ছে।”

পুর উৎসব শুরু
পুরসভার ২৫ বছর পূর্তি উপলক্ষে পুর উৎসব শুরু হল ইসলামপুরে। রবিবার পুরভবনের সামনে পতকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সূচনা করেন চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল। এ দিন সকালে শহর জুড়ে শোভাযাত্রা হয়েছে। পুরসভা সূত্রে খবর আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে পুর উৎসব। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “নানা অনুষ্ঠান, সচেতনতা শিবির সহ ৯ দিন ব্যাপী অনুষ্ঠান হবে।”

অরহরণের নালিশ
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পাশের গ্রামের যুবকের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরে ঘোরট এলাকায় শনিবার এই ঘটনাটি ঘটে। রবিবার পুলিশে অভিযোগ হয়। পুলিশ পাশের গ্রামে হানা দিয়ে অভিযুক্তের হদিস পায়নি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.