মালবাজারে পর্যটন প্রসার ও যাত্রী পরিষেবার স্বার্থে রেল পরিষেবার উন্নয়ন দাবি করল কংগ্রেস। রবিবার মালবাজার টাউন কংগ্রেসের তরফে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র পাঠানো হয়েছে। ডুয়ার্স রুট দিয়ে চলা পুরী এক্সপ্রেস, যশোবন্তপুর এক্সপ্রেস, কর্মভূমি ও বিবেক এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের নিউ মাল জংশনে স্টপ দাবি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে কলকাতাগামী পদাতিক এক্সপ্রেসটিকেও নিউ মাল জংশনে স্টপ দিয়ে ডুয়ার্স রুটের আলিপুরদুয়ার পর্যন্ত সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। মালবাজার শহর কংগ্রেসের সভাপতি মিঠু মুখোপাধ্যায় জানান, রেল যোগাযোগ আরও উন্নত হলে ডুয়ার্সের সামগ্রিক পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
|
একমাত্র সংসদেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানালে ফল মিলবে বলে ফের জানাল দার্জিলিং ডুয়ার্স ইউনাইটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সংগঠনের তরফে রবিবার দার্জিলিং চকবাজারে একটি জনসভা হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মহেন্দ্র পি লামা বলেন, “পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে এতদিন দেশে আইনসভায় সরব হওয়ার ঘটনা ঘটেনি। লোকসভায় পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলে ধরতে লোকসভায় লড়ার সিদ্ধান্ত নিয়েছি।” দার্জিলিঙের চা বাগানগুলিতে ন্যূনতম মজুরি বিধি চালু এবং রফতানি-যোগ্য চা তৈরির বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলে ঘোষণা করেন। অখিল ভারতীয় গোর্খা লিগ প্রতিনিধিরা এসেছিলেন।
|
কিশোরী পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে জয়গাঁ থানার ছোট মেচিয়া বস্তি থেকে ওই মহিলাকে ধরা হয়। পুলিশ জানায়, বছর দুয়েক আগে ওই মহিলা এক কিশোরীকে কাজের নাম করে নিয়ে যান বলে অভিযোগ। ওই কিশোরীর এখনও কোনও খোঁজ মেলেনি। জয়গাঁ থানার ওসি পঙ্কজ থাপা জানান, ধৃতের নাম মঞ্জু শর্মা। তিনি বছর দুয়েক আগে বড় মেচিয়া বস্তির ১৩ বছরের একল কিশোরীকে কাশ্মীরের কাজের জন্য নিয়ে যান। তার পরে তার কোনও খোঁজ না পেয়ে সম্প্রতি কিশোরীর বাড়ির লোক পুলিশে জানান।
|
ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে রবিবার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল বিলি করা হল। অ্যাকাডেমির তরফে ৬টি ট্রাই সাইকেল ও ১১টি হুইলচেয়ার বিলি হয়েছে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার। অ্যাকাডেমির তরফে উত্তম চক্রবর্তী জানান, চা পর্ষদ, ইস্টবেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে চা বাগিচা এলাকা থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবলার বেছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
|
কংগ্রেস প্রভাবিত জাতীয়তাবাদী পরিবহণ কর্মী সংগঠন ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জংশন এলাকার শ্রমিকরা। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। এদিন ভোলারডাবরি এলাকার কয়েক জন কংগ্রেস কর্মীও তৃণমূলে যোগ দিয়েছেন বলে সংগঠন সূত্রে দাবি করা হয়েছে।
|
স্ট্যান্ডের কর্মী এবং চালকদের গোলমালে ফালাকাটা-বীরপাড়া রুটে ছোট গাড়ি বন্ধ থাকল। রবিবার চালক ও কর্মীরা গোলমালের পরে দুই শহরের মধ্যে চলাচলকারী সব গাড়ি বন্ধ করে দেয়। বিপাকে পড়ে যান যাত্রীরা। ফালাকাটা-বীরপাড়ার মধ্যে অন্তত ৭০টি গাড়ি চলে।
|
কালচিনির আটিয়া বাড়ই এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। নাম পুলেশ্বর রায় (৪৯)। পেশায় কাঠ মিস্ত্রি। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যার বলেই পুলিশ মনে করছে।
|
পথ দুর্ঘটনার ঘটনায় রবিবার শামুকতলা থানার ৩১ নম্বর জাতীয় সড়কে তেঁতুলতলায় উত্তেজনা ছড়াল। বারবিশাগামী ট্রাকের ধাক্কায় দুই শিশু সহ-এক ব্যক্তি জখম হন। বাসিন্দারা অবরোধ করেন। এক ঘন্টা পর পুলিশ অবরোধ তুলে দেয়। |