কিরণচন্দ্র নৈশ ফুটবলে গতবারের রানার্স জিটিএসসি। কোচ জয়ব্রত ঘোষ সম্মানের লড়াইয়ের ডাক দিয়েছিলেন। ড্রেসিং রুমে জয়ব্রতবাবু দলকে বলে দিয়েছিলেন, “হারার আগে হারা চলবে না ক্লাবের সম্মানের কথা ভেবেই।” শেষ পর্যন্ত ছেলেরা কথা রাখায় খুশি তিনি। পরে তিনি বলেন, “আমাদের দলে তিন বিদেশির কাছ থেকে যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। এঁরা সবাই কলকাতার বিভিন্ন ক্লাবে খেলছে।” আপ সরোজিনীর এক কর্মকর্তা বলেন, “আমরা ভাল খেলাটা কাজে লাগাতে পারিনি।” |
খেলার একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র। |
এই ম্যাচ জিতলেই আরও ভাল দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরোজিনীর কর্তারা। কিন্তু সেই সুযোগ আর হল না। তার আগেই ০-১ গোলে জিটিএসসির কাছে হেরে এবারের মত কিরণচন্দ্র নৈশ ফুটবল থেকে বিদায় নিল তারা। প্রথমার্ধ ছিল গোল শূন্য। ছিল সরোজিনীর খেলোয়াড়দের দাপট। দ্বিতীয়ার্ধে কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করে জিটিএসসি। তবে খেলার রাশ ছিল সরোজিনীর হাতেই। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে মাটি ঘেঁষা জোরালো শটে গোল করেন জিটিএসসির নাইজেরীয় স্ট্রাইকার টোরেস। খেই হারিয়ে ফেলে সরোজিনী। শেষ পর্যন্ত ফলে পরিবর্তন হয়নি। এ দিনের জয়ে সেমিফাইনালে উঠল জিটিএসসি। তারা মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মহানন্দা স্পোর্টিং ক্লাবের। |
আজ খেলা
শিলিগুড়ি উল্কা ক্লাব বনাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া |