ভুয়ো পরিচয়ে বিয়ের চেষ্টা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
পুলিশের এএসআই পরিচয় দিয়ে বিয়ের পাকা কথা বলতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের খগেনহাট গ্রামে। পুলিশ জানিয়েছে, কোচবিহার জেলার শীতলখুচি গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম মানিক বর্মন। এর আগে সে ভুয়ো পরিচয় দিয়ে বেশ কয়েকবার বিয়ে করেছে বলে পুলিশ জানতে পেরেছে। একাধিক বিয়ে করা নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও চলছে। পাশাপাশি পুলিশের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে তোলা তুলতে গিয়ে তিনি মাস দু’য়েক আগে গ্রেফতার হন। গত শনিবার জলপাইগুড়ি জেল থেকে ছাড়া পেয়ে মানিক খগেনহাট গ্রামের এক কৃষকের মেয়ের সঙ্গে বিয়ের পাকা কথা বলতে আসে। সে সময় গ্রামের এক বাসিন্দা বছর তিরিশের মানিককে চিনতে পারেন। ওই বাড়ির একটি ঘরে তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার সে ভুয়ো পরিচয় দিয়ে বিয়ের করেছিল বলে জানা গিয়েছে। তদন্ত চলছে।”
গ্রামবাসীরা জানান, জলপাইগুড়ির বেলাকোবা থানার এএসআই বলে আড়াই মাস আগে ওই কৃষকের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় মানিক। সে সময় সে পুলিশের উর্দির মতো পোশাক পরেই গ্রামে এসেছিল বলে ওই পরিবার জানিয়েছে। পরিবারের লোকজন তাকে বিশ্বাসও করতে শুরু করেন। মাঝে দু’মাস সে কোনও ভাবে যোগাযোগ করেনি। এ দিন দুপুর সে ফের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ওই কৃষকের কথায়, “দুপুরে ওকে পুকুর থেকে মাছ তুলে রান্না করে খাওয়ানো হয়। বিকালে স্থানীয় এক বাসিন্দা ওকে চিনে ফেলেন।” মানিক ঠিক কত বার কোথায় কোথায় এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। |