টুকরো খবর
বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ
সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ, মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে সোমবার জানান, পুরুলিয়ার ২০টি কলেজের বিএ, বিএসসি, বিকম এবং বিবিএ, বিসিএ পাঠ্যক্রমের প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। সুবলবাবু জানিয়েছেন, বিএ পাস কোর্সে উত্তীর্ণের হার ৩৩.৬৫ শতাংশ। অনার্সে উত্তীর্ণের হার ৫৫.৪২ শতাংশ। বিএসসি পাস কোর্সে উত্তীর্ণ হয়েছেন ৩০ শতাংশ ছাত্রছাত্রী। অনাসের্র্ সেই হার ৫৫.১৬ শতাংশ। বিকম-এর ক্ষেত্রে পাস ও অনার্স পাঠ্যক্রমে উত্তীর্ণের হার যথাক্রমে ২৯.৪৬ ও ৫৩.৩০ শতাংশ। বিসিএ ও বিবিএ-তে যথাক্রমে ৯৮.২১ ও ৯৬.৮৮ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। মঙ্গলবারের মধ্যে কলেজগুলিতে মার্কশিট পৌঁছে যাবে। বুধবার থেকেই মার্কশিট পাবে ছাত্রছাত্রীরা। পরীক্ষার্থীরা www.skbu.ac.in এবং www.exametc.com—এই দুই ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মোবাইলে SKBU লিখে space দিয়ে নিজের রোল নম্বর টাইপ করে ৫৪২৪২ নম্বরে এসএমএস করতে হবে।

বিষ্ণুপুর মেলা কমিটির প্রস্তাব
জাতীয় মেলার মর্যাদায় ভূষিত সরকারি উদ্যোগে ‘বিষ্ণুপুর মেলা’ অনুষ্ঠিত হয় প্রতি বছর ২৩ থেকে ২৭ ডিসেম্বর। এই মেলার শেষেই ২৮-৩০ ডিসেম্বর পর্যটন দফতরের উদ্যোগে শুরু হয় ‘বিষ্ণুপুর পর্যটন ও সংস্কৃতি উৎসব’। মন্দির শহর বিষ্ণুপুরের পর্যটন গুরুত্ব ও জনসাধারণের চাহিদার কথা মাথায় রেখে পর্যটন দফতরের কাছে একই সময়ে অর্থাৎ ২৩-২৭ ডিসেম্বর দু’টি উৎসব আয়োজনের আবেদন জানাল বিষ্ণুপুর মেলা কমিটি। কমিটির সভাপতি তথা রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই প্রস্তাব পাঠিয়ে চিঠি লিখেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। বিষ্ণুপুর মেলা কমিটির সম্পাদক তথা মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “প্রস্তাব পাঠানো হলেও এ সম্পর্কে পর্যটন দফতর থেকে এখনও আমাদের কিছু জানানো হয়নি।” বস্তুত, দু’টি মেলা একসঙ্গে করার দাবি বিষ্ণুপুরের মানুষের দীর্ঘদিনের। মেলা কমিটিরও যুক্তি, দু’টি উৎসব একসঙ্গে হলে এর ঔজ্জ্বল্য বাড়বে।

চলতি মাসেই ধান কেনা শুরু বাঁকুড়ায়
চলতি মরসুমে বাঁকুড়া জেলায় ৭৫ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য সরকার। যার মধ্যে রাজ্য লেভি ৩০ হাজার মেট্রিক টন এবং এফসিআই লেভি ৪৫ হাজার মেট্রিক টন। সাধারণ ধানের ন্যায্যমূল্য নির্ধারণ হয়েছে কুইন্টাল পিছু ১৩১০ টাকা। সরু ধানের ক্ষেত্রে কুইন্টাল পিছু দর ১৩৪৫ টাকা। সোমবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে ধান কেনা সংক্রান্ত বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য খাদ্য দফতরের যুগ্ম-সচিব শুভ্র চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতী, জেলা খাদ্য নিয়ামক শিবনারায়ণ পানি এবং জেলার ২২টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের একাংশ। বৈঠক শেষে অরূপবাবু বলেন, “১৩১০ ও ১৩৪৫ টাকা কুইন্টাল দরে শিবির করে ধান কেনা হবে। জেলায় ৭৫ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সরকারি মূল্যে ধান কেনা শিবিরের আয়োজন করা হবে।” চলতি মাস থেকেই সরকারি মূল্যে শিবির করে ধান কেনা শুরু হবে বলে এ দিন জানিয়েছেন জেলা খাদ্য নিয়ামক।

আলোচনাসভা
আশুতোষ মুখোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা হয়ে গেল নিতুড়িয়া ব্লকের সড়বড়ির পঞ্চকোট কলেজে। সম্প্রতি রাজ্য উচ্চ শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন মনীষীর নাতি তথা প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। পঞ্চকোট কলেজের অধ্যক্ষ সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, সেমিনার ছাড়াও পুরুলিয়া ও বাঁকুড়ার কলেজগুলির ছাত্রছাত্রীদের মধ্যে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা হয়েছে। বিষয় ছিল ‘বাংলার বাঘ আশুতোষ’ এবং ‘স্যর আশুতোষবিংশ শতাব্দীর মনীষা’। প্রথম হয়েছে রঘুনাথপুর কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয় ও পঞ্চকোট কলেজ। সেমিনারে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দফতরের সহকারী শিক্ষা অধিকর্তা কৃষ্ণা রায়, যুগ্ম শিক্ষা অধিকর্তা শম্পা দত্তগুপ্ত এবং বিভিন্ন কলেজের পড়ুয়ারা।

যুবকের দেহ উদ্ধার
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রবি সিংসর্দার (৩৮)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার সর্দারডি গ্রামে। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন রবি।

ওন্দায় ফুটবল
বাঁকুড়ার ওন্দার ভলাহিরাপুর নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল চ্যালেঞ্জ ট্রফির ফাইনাল হল রবিবার, সঙ্ঘের মাঠে। জেলার ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্যোক্তা ক্লাবের সদস্য লক্ষ্মণ ঘোষ জানান, ফাইনালে ওন্দার জামবেদিয়া সবুজ সঙ্ঘ স্থানীয় অনুপ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.