|
|
|
|
আইএপিতে আরও ১০ কোটি |
জঙ্গলমহলে উন্নয়ন পরিকল্পনায় বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাওবাদী এলাকার উন্নয়নে কেন্দ্রের বিশেষ প্রকল্প আইএপি-তে (ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান) আরও ১০ কোটি টাকা পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সেই টাকায় কী কী প্রকল্প রূপায়ণ করা হবে তা নিয়েই সোমবার বৈঠক হল মেদিনীপুর সার্কিট হাউসে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকেরাও। ছিলেন জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ। মাওবাদী প্রভাবিত এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের আধিকারিকেরা ঘুরে বেড়ান। মানুষ তাঁদের কাছে উন্নয়নের দাবি জানান। তাই পরিকল্পনা রূপায়ণের আগে পুলিশের কোনও প্রস্তাব রয়েছে কিনা তা জানতে তাঁদের বৈঠকে ডাকা হয়। জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, “পরিকল্পনা চূড়ান্ত করতেই এ দিন বৈঠক হয়েছে। এ বার প্রকল্প রূপায়ণে দ্রুত পদক্ষেপ করা হবে।”
আইএপি-তে এতদিন পানীয় জল, সেচের ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি সেন্টার প্রভৃতি তৈরি হয়েছে। এ বারও বেশ কিছু নলকূপ বসানোর পরিকল্পনা নিয়েছিল বিভিন্ন দফতর। কিন্তু অনেকেই তাতে আপত্তি জানিয়েছেন। কারণ, অন্য প্রকল্পে এমনিতেই নলকূপ বসানো হয়। তাহলে ফের কেন এই প্রকল্পেও সেই কাজ হবে। তা ছাড়া, নলকূপ অকেজো হলে তা মেরামতে ঢিলেমি দেখা যায়। তাই এই প্রকল্পে বেশি সংখ্যায় নলকূপ না করার কথা বলা হয়েছে। পরিবর্তে অন্য পরিকল্পনা করতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেতু নির্মাণ, রাস্তা তৈরির প্রস্তাব দেওয়া হয়। তবে যে রাস্তাগুলির কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সেগুলি ইতিমধ্যেই অন্য প্রকল্পে করার সিদ্ধান্ত হয়েছে। তাই সেতু নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। স্থির হয়েছে, তারাফেনি নদীর উপর বিনপুর-২ ব্লকের রংপুরে সেতু নির্মাণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে আরও প্রস্তাব দিতে বলা হয়েছে। কারণ, ফের এই প্রকল্পে টাকা পাবে জেলা। |
|
|
|
|
|