|
|
|
|
ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির জন্য ১৯ কোটি চেয়ে রাজ্যকে চিঠি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চলতি বছরে বন্যার জেরে পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার ব্লক-সহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মোট ১৮টি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে অনেক মোরাম ও কংক্রিটের রাস্তারও। এই সব ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাগুলি মেরামতির জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট-সহ প্রায় ১৯ কোটি টাকা চেয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে চিঠি দিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা বলেন, “কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যার কারণে পাঁশকুড়া, তমলুক ও নন্দকুমার ব্লকের গ্রামীণ পাকা সড়ক, মোরাম রাস্তা ও কংক্রিটের রাস্তার ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ১২টি পাকা রাস্তাও রয়েছে। এছাড়াও এগরা ও কাঁথি মহকুমা এলাকার ৬টি সড়কের ক্ষতি হয়েছে। এই ১৮টি গ্রামীণ সড়ক মেরামতির জন্য রাজ্য সরকারের কাছে প্রায় ১৯ কোটি চাওয়া হয়েছে।” সোমনাথবাবু জানান, মুখ্যমন্ত্রী কোলাঘাটে বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠকেই জেলার ক্ষতিগ্রস্ত গ্রামীণ পাকা রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধি দল জেলায় এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছে। |
|
হরশঙ্কর থেকে পূর্বকোলা প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার
রাস্তা ভেঙে গিয়েছে এই ভাবে। ছবি: পার্থপ্রতিম দাস। |
জেলা পরিষদ সূত্রে খবর, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজন রাস্তাগুলির মধ্যে তমলুক ব্লকের হিরাপুর-মিরিকপুর, দামোদরপুর-শ্রীরামপুর, পূর্বকোলা-হরশঙ্কর, চকশ্রীরাধা-কাকগেছিয়া, হিরাপুর-মিরিকপুর গ্রামীণ সড়ক, পাঁশকুড়া ব্লকের হাউর-ঘুসুমপুকুর, দক্ষিণ গোপালপুরর-উত্তর চাঁচিয়াড়া, নন্দকুমার ব্লকের হরিহরপুর-ঠেকুয়াচক, সদলপুর-সাওড়াবেড়িয়া জালপাই প্রভৃতি গ্রামীণ সড়ক রয়েছে। এই সব ক্ষতিগ্রস্ত পাকা সড়ক মেরামতির জন্য রাজ্য সরকারের কাছে মোট ১২ কোটি ৪৮ লক্ষ ৫৫ হাজার টাকা চাওয়া হয়েছে।
অতিবর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত ৬টি গ্রামীণ সড়কের মধ্যে রয়েছে খেজুরি-২ ব্লকের তালপাটি-রসুলপুর, রামনগর-২ ব্লকের ধারাস-পূর্ব পুরুষোত্তমপুর, এগরা-১ ব্লকের কসবাগোলা-পানিপারুল, এগরা-২ ব্লকের মাধবপুর-দক্ষিণচৌমুখ, পটাশপুর-১ ব্লকের নৈপুর-পদিমা, পটাশপুর-২ ব্লকের উত্তর ইটাবেড়িয়া-উত্তর চৌমুখ গ্রামীণ পাকা সড়ক। এই ৬টি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতির জন্য রাজ্য সরকারের কাছে মোট ৬ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার টাকা চাওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, “বন্যা ও অতিবর্ষণে জেলায় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মেরামতির জন্য প্রকল্প রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু
করা হবে।”
এ ছাড়াও গ্রামীণ মোরাম রাস্তাগুলির মধ্যে তমলুক, নন্দকুমার ও কাঁথি-১ ব্লক মিলিয়ে মোট ১৫টি রাস্তা মেরামতির জন্য জেলা পরিষদের ত্রয়োদশ অর্থ কমিশনের তহবিল থেকে ১ কোটি ৮১ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্য গ্রামীণ মোরাম ও কংক্রিটের রাস্তা মেরামতির জন্য পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ ও একশো দিনের প্রকল্পের মাধ্যমে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। |
|
|
|
|
|