তেহরানে অনুষ্ঠেয় ফিৎজ কাপে পাঁচটি সোনা জিতল জাতীয় টেবল টেনিসের জুনিয়র দল। আম্তর্জাতিক এই টুর্নামেন্ট থেকে পাঁচটি সোনা ছাড়াও দু’টি রুপো-সহ মোট ১৩টি পদক জিতেছে ভারত। বাংলা থেকে চার জন সুযোগ পেয়েছিল ভারতীয় দলে। তার মধ্যে মৌমিতা দাস সোনা পেয়েছে। রনিত বন্দ্যোপাধ্যায় এবং কোচ তপন চন্দ্রের পুত্র জিৎ চন্দ্র ব্রোঞ্জ পদক জিতেছে। সোমবারই দেশে ফিরল মৌমিতারা।
|
কর্নাটক ক্রিকেট সংস্থার নির্বাচন জিতে ক্ষমতায় ফিরলেন এসএন ওয়াদিয়ার। তাঁর প্যানেল ২৪টি পদেই জিতেছে। প্রেসিডেন্ট পদে নির্বাচিত ওয়াদিয়ার বলেন, “গত তিন বছর কাজ করেছি। ২০০৮-এ ব্রিজেশ পটেল (সচিব পদে নির্বাচিত) সংস্থার স্বার্থে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিল। তার পরই এই সাফল্য।” এ বার নির্বাচন লড়েননি গত বার ক্ষমতায় থাকা অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথরা।
|
চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পরই নজর কেড়েছিলেন রাজস্থান রয়্যালসের স্পিনার। সেই ফর্ম ধরে রেখে চলতি মুম্বই কাঙ্গা লিগে ২৫টা উইকেট তুলে নেওয়ার পর প্রতীক্ষা শেষ হল প্রবীণ তাম্বের। ৪২ বছর বয়েসে মুম্বইয়ের রঞ্জি টিমে প্রথম বার ডাক পেলেন। ৬ ডিসেম্বর ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি অভিষেক তাম্বের।
|
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলী। মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। কাম্বলীর স্ত্রী আন্দ্রেয়া বলেন, “অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে আজ। চিকিৎসকরা বলেছেন চিন্তার কোনও কারণ নেই। বিনোদ এখন অনেক ভাল আছে।”
পুরনো খবর: হাসপাতালে কাম্বলী |
আইসিসি-র লাভের অর্থ থেকে বড় অংশ দাবি করতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। গত সপ্তাহে এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়াল্টার এডওয়ার্ডসের সঙ্গে বৈঠকও করেন তিনি। আইসিসির এখনকার লভ্যাংশ ভাগ করার যা নিয়ম তাতে ৭৫ শতাংশ অর্থ সদস্যদের মধ্যে আর ২৫ শতাংশ অ্যাসোসিয়েট সদস্যদের দেওয়া হয়। শ্রীনির দাবি যেহেতু আইসিসি-র লভ্যাংশের ৭৫ শতাংশই আসে ভারতীয় বোর্ডের জন্য তাই আরও বেশি অর্থ দাবি করা যেতেই পারে।
|
কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল ব্যাবধানে জিতে ক্ষমতায় ফিরলেন এসএন ওয়াদিয়ার। তাঁর প্যানেল ২৪টি পদেই জিতছেন। প্রেসিডেন্ট পদে নির্বাচিত ওয়াদিয়ার বলেন, “গত তিন বছর ধরে এই নিয়ে কাজ করেছি। ২০০৮-এর শেষ দিকে ব্রিজেশ পটেল (সচিব পদে নির্বচিত) সংস্থার স্বার্থে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিল। তার পরই এই সাফল্য।”
|
ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডের সামনে ভারত। বৃহস্পতিবার ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম রানটিই এই নতুন মাইলস্টোন গড়ে দেবে। ওয়ান ডে তে ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান এখন ১,৮২,৮৮১ করে। আর এক রান করলেই ভারত অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। ভারত এই রান সংগ্রহ করেছে ৮৪১ ম্যাচে আর অস্ট্রেলিয়া ৮২৫ ম্যাচে।
|
পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ নির্বাচনী ট্রায়াল আগামী ৭ই ডিসেম্বর বেহালা চৌরাস্তা ডগলাস মাঠে। |