টুকরো খবর
বর্ষসেরা নাদাল বনাম জকোভিচ
এটিপি-র বিচারে ২০১৩-র সেরা গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ (‘দ্য স্ল্যাম ম্যাচ’) নির্বাচিত হল এ বারের ফরাসি ওপেনে নাদাল বনাম জকোভিচ সেমিফাইনাল। যেটা প্যারিসের প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস গরমে সাড়ে চার ঘণ্টার বেশি লড়ে নাদাল জিতেছিলেন পাঁচ সেটে। চূড়ান্ত সেটের ফয়সালা হয়েছিল ৯-৭ গেমে। জকোভিচের সামনে ছিল কেরিয়ারের একমাত্র অধরা গ্র্যান্ড স্ল্যাম খেতাবের দোড়গোড়ায় পৌঁছনোর সুযোগ। আর নাদালের সামনে রেকর্ড সংখ্যক আট বার রোলাঁ গারোয় ট্রফি হাতে নেওয়ার দরজায় টোকা মারার সুযোগ। এটিপি প্রথমে বছরের ৪২৮টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ থেকে সেরা পাঁচটা ম্যাচ বেছেছিল। যার মধ্যে নাদাল বনাম জকোভিচ লড়াই-ই দু’টো। অন্যটা এ বারের যুক্তরাষ্ট্র ওপেন ফাইনাল। সেটাও নাদাল জেতেন ৩-১ সেটে। কিন্তু বর্ষসেরার তালিকায় চার নম্বরে ঠাঁই পাওয়ার কারণ, হার্ডকোর্টের অ্যাডভান্টেজ পেয়েও জকোভিচ ক্লে কোর্ট স্পেশ্যালিস্ট নাদালকে হারাতে পারেননি। তবে সেরা পাঁচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জকোভিচেরই। পাঁচের মধ্যে চার! অন্য দু’টোয় জকোভিচ জয়ী। অস্ট্রেলীয় ওপেনের চতুর্থ রাউন্ডে ম্যারাথন পাঁচ সেটের লড়াইয়ে শেষটি ওয়ারিঙ্কাকে হারান ১২-১০ গেমে। আর উইম্বলডন সেমিফাইনালের ইতিহাসে দীর্ঘতম লড়াইয়ে জকোভিচ হারান দেল পোর্তোকে। এই দু’টো ম্যাচ প্রথম পাঁচের র্যাঙ্কিংয়ে যথাক্রমে তিন আর দুইয়ে এসেছে। আর সেরা পাঁচের পাঁচ নম্বরে টমি হাস বনাম জন ইসনার ফরাসি ওপেন তৃতীয় রাউন্ড ম্যাচ। যেটা ঠিক বর্ষসেরা নাদাল বনাম জকোভিচ ম্যাচের মতোই চার ঘণ্টা ৩৭ মিনিট চলেছিল। হাস জেতেন। কিন্তু তিনি তো আর নাদাল নন!

হাসপাতালে কাম্বলী
গাড়ি চালিয়ে চেম্বুর থেকে বান্দ্রা যাচ্ছিলেন বিনোদ কাম্বলী। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। গাড়ি থামিয়ে দেন। দেখতে পেয়ে এগিয়ে আসেন মহিলা ট্রাফিক পুলিশ সুজাতা পাটিল। তাঁকে কাম্বলী বলেন, “এখনই হাসপাতালে নিয়ে চলুন। না হলে বাঁচব না।” তিনিই তাঁকে লীলাবতী হাসপাতালে পাঠান। শুক্রবারের ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ পরে জানান, আপাতত স্থিতিশীল প্রাক্তন ক্রিকেট তারকা। তবে কয়েক দিন তাঁকে হাসপাতালে রাখা হবে।

অসুস্থ কাম্বলী। ছবি: পিটিআই।
২০১২-র জুলাইয়ে কাম্বলীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। জানুয়ারিতে ৪২-এ পড়ছেন। ২০০৯-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০১১-এ প্রথম শ্রেণির ক্রিকেটও আর না খেলার সিদ্ধান্ত নেন। সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু হিসাবে পরিচিত হলেও ইদানীং দু’জনের সম্পর্ক আদৌ ভাল নয়। অবসরের পর সচিন নিজের বিদায়ী পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানাননি বলে ক্ষোভও প্রকাশ করেছিলেন কাম্বলী।

পাকিস্তানের আইপিএল আশা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশা পরের বছর আইপিএলে তাদের দেশের ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে। না হলে পাক ক্রিকেটারদের ছ’মাস দেশের বাইরে খেলার আর সুযোগ থাকবে না। পিসিবি-র এক শীর্ষকর্তা বলেছেন, “বাংলাদেশে মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অক্টোবর পর্যন্ত পাক ক্রিকেটারদের কোনও বিদেশ সফর নেই। আশা করি ওই সময় আমাদের ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে।” ভারতে পাক ক্রিকেটারদের খেলার উপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১৪ আইপিএল যদি দেশের সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতে না হয়, তা হলে পাকিস্তানিদের আইপিএলে খেলার সুযোগ দেওয়া হতেই পারে বলে ধারণা ওই পাক বোর্ড কর্তার।

রণতুঙ্গাদের জন্য প্রকল্প
ছিয়ানব্বই বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের যে জমি দিয়েছিল সে দেশের সরকার, সেই জমিতে ‘ক্রিকেট-স্টাইল অ্যাপার্টমেন্ট’ বানিয়ে সেখান থেকে পাওয়া অর্থ শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য ব্যয় করতে চান তাঁরা। সম্প্রতি এই জমিতে অ্যাপার্টমেন্ট গড়ে তোলার জন্য বিশ্বজয়ী দলের ক্রিকেটাররা একটি কোম্পানি গঠন করেছেন, যার চেয়ারম্যান শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। তিনিই জানিয়েছেন তাঁদের এই অভিনব প্রকল্পের কথা। “অ্যাপার্টমেন্টগুলো হবে ক্রিকেট ব্যাট আর বলের আকৃতির। এর মধ্যে থাকবে একটা ক্রিকেট স্মারকের মিউজিয়ামও। সঙ্গে জিম, সুইমিং পুল। এই বাড়িগুলোর বেশিরভাগই বিক্রি করে আমরা যে অর্থ পাব, তা মূলত শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের উন্নতিতে আর দুস্থ-প্রবীণ ক্রিকেটারদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করব।” এক একর জমিতে এই প্রকল্প তৈরির জন্য সংস্থা পেয়ে গিয়েছেন রণতুঙ্গারা। এখন বিনিয়োগকারীদের খোঁজ করছেন।

কার্তিক-দীপিকার বাগদান

দীপিকা পাল্লিকালের সঙ্গে দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকাগামী ভারতীয় দলে ডাক না পেলেও এই সময়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ভারতীয় স্কোয়াশের গ্ল্যামার-গার্ল দীপিকা পাল্লিকালের সঙ্গে তাঁর বাগদান হয়ে গেল। গত সপ্তাহে চেন্নাইয়ের এক পাঁচতারা হোটেলে তাঁদের বাগদানপর্ব সারা হয়। বিয়েটা অবশ্য এখনই হচ্ছে না বলে জানাচ্ছেন দীপিকার মা। “পরের বছর দীপিকার অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। তাই বিয়েটা ২০১৫-এ হবে হয়তো। সেটা ঠিক করবে ওরাই।” দু’জনেই একই ট্রেনারের কাছে শরীরচর্চা করেন। সেখানেই তাঁদের আলাপ ও প্রেম। এ বার ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের ক্লাবে ঢুকে পড়তে চলেছেন দেশের সেরা সুন্দরী স্কোয়াশ তারকা।

অন্য খেলায়
• মোহনবাগানের অনূর্ধ্ব ১০, ১২, ১৪-র ট্রায়াল হবে রবিবার সকাল ৯টায়, ক্লাবের মাঠে। ফুটবলার বাছবেন কোচ অমিয় ঘোষ।
• হরিদ্বারে অনুষ্ঠিত সপ্তম জাতীয় চকবল প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে তৃতীয় হল বাংলা। চ্যাম্পিয়ন গোয়া। তৃতীয় স্থানের লড়াইয়ে বাংলা পুরুষ দল ৫৪-২৯ পয়েন্টে হারায় অসমকে। মহিলা দল ২২-১৪ পয়েন্টে হারায় পঞ্জাবকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.