দুই ফেডারেশনের বিবাদের বলি হলেন লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত।
ভারতীয় কুস্তি সংস্থা এবং আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের (ফিলা) মধ্যে আর্থিক বিবাদের জেরে আজারবাইজানে এ সপ্তাহে অনুষ্ঠিত গোল্ডেন গ্রাঁ প্রি কুস্তি থেকে বাদ পড়েন যোগেশ্বর। আজারবাইজানে গিয়েও টুর্নামেন্টে নামতে পারেননি অলিম্পিক পদকজয়ী। ফিলা-র আপত্তিতেই তাঁকে বাদ দেন গোন্ডেন গ্রাঁ প্রি-র সংগঠকরা। যেখানে ৩৫ দেশের ২০০ জন বিশ্বসেরা কুস্তিগীর যোগ দিয়েছিলেন।
ঘটনাটা হল, দিল্লিতে গত এপ্রিলে এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের বেশ কিছু বকেয়া অর্থ ভারতীয় কুস্তি সংস্থার কাছ থেকে পাওনা আছে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের। সেপ্টেম্বরে বুদাপেস্টে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ চলাকালীন তাগাদা দেওয়া হচ্ছিল ভারতীয় কুস্তি ফেডারেশনকে। তখন দেশের কুস্তি-কর্তারা ফিলা-কে জানিয়ে ছিলেন, পাওনা অর্থ অক্টোবরে অন্য একটি কুস্তি প্রতিযোগিতার (হায়দার আলি মেমোরিয়াল) সময় মিটিয়ে দেবেন। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভারতীয় কুস্তি ফেডারেশন তাদের কথা রাখেনি। যার বলি যোগেশ্বর!
ঘটনায় সম্পূর্ণ হতবাক যোগেশ্বর আর তাঁর কোচ। যোগেশ্বর বললেন “পুরো ঘটনায় আমি হতবাক। ভারতীয় কুস্তি ফেডারেশন নিশ্চয়ই জানে, কেন এমন হল আমার সঙ্গে! আমি কিন্তু এখনও জানি না কেন আমার সঙ্গে এই ব্যাবহার করা হল। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারব না। আমি এটুকু বলতে পারি যে, ওখানে আমার ওজনও নেওয়া হয়নি। টুর্নামেন্টে নামা তো দূরের কথা। এই টুর্নামেন্টটা আমার কাছে খুব জরুরি ছিল। কারণ, আন্তর্জাতিক কুস্তির নতুন নিয়মে এটাই আমার প্রথম টুর্নামেন্ট ছিল। তাই আমি আরও বেশ হতাশ।” |