|
|
|
|
অতিরিক্ত যাত্রী নেওয়ার মাসুল, অটো উল্টে মৃত ৪ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অটোতে বাড়তি যাত্রী বোঝাইয়ের মাসুল গুনতে হল প্রাণ দিয়ে। দুর্ঘটনার বলি হলেন চালক ও অটোর মালিক-সহ চার জন। জখম হয়েছেন আরও সাত যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ এলাকার খড়্গপুর-রানিগঞ্জ জাতীয় সড়কের মোহনপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১১ জন যাত্রী নিয়ে খড়্গপুর থেকে মেদিনীপুর যাচ্ছিল অটোটি। চালক নিয়ন্ত্রণ হারালে উল্টো দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক্টরে গিয়ে ধাক্কা মারে অটোটি। মারা যান মেদিনীপুরের কেরানিটোলার সোমা দাস মোহান্ত (৩২), ভগবানপুরের চন্দন মণ্ডল (৫২), অটো চালক পাঁচবেড়িয়ার শেখ নিজাম (৩৬) ও অটো মালিক ভাটচকের ফাজু খান (৩৭)। |
|
দুর্ঘটনাগ্রস্ত অটো। |
স্থানীয় সূত্রে খবর, ওই অটোতে খড়্গপুরের সুভাষপল্লি জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষিকা সোমা দাস মোহান্ত, অনুভা মুনি, আলেয়া রক্ষিত দে-সহ ৯ জন যাত্রী যাচ্ছিলেন। আর ছিলেন চালক ও অটোর মালিক। সতকুই ছাড়িয়ে মোহনপুর পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি প্রথমে একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। মোটর সাইকেল আরোহী সামলে নেন। এরপর অটোটি কাঁসাই থেকে বালি বোঝাই করে আসা একটি ট্রাক্টরের সামনের চাকায় ধাক্কা মারে। পরে ট্রাক্টরের পিছনে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় বাসিন্দা গৌর হাজরা বলেন, “আমরা গিয়ে দেখলাম ধোঁয়া বেরোচ্ছে। চালক একেবারে পিষে গিয়েছিলেন। আগে যাত্রীদের বের করে পরে চালকদের বের করা হয়।”
দুর্ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। জখমদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অটো চালকের। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকিদের। শহরবাসীর অভিযোগ, খড়্গপুর ও মেদিনীপুর দুই শহরেই অটো চালকদের দৌরাত্ম্য বাড়ছে। অথচ পুলিশ-প্রশাসন উদাসীন। খড়্গপুরের বাসিন্দা মধু পলমল, শেখ জান মহম্মদের কথায়, “এমনিতে রাস্তার অবস্থা ভাল নয়। খানাখন্দ পেরিয়েই দ্রুত গতিতে যানবাহন চলে। তার মধ্যে অটোগুলি অতিরিক্ত যাত্রী তোলে। আমরা প্রাণ চলাফেরা করি। পুলিশের যান নিয়ন্ত্রণে কড়া হওয়া প্রয়োজন।” খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখরের বক্তব্য, “আমরা যান নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ করব। তার আগে অটোয় অতিরিক্ত যাত্রী পরিবহণ নিয়ে সকলের সঙ্গে আলোচনায় বসব।” |
|
দুর্ঘটনার পরে অবরুদ্ধ জাতীয় সড়ক। |
জখম চার যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে অটো রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা মারায় জখম হলেন ৪ জন যাত্রী। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুরের কেরানিতলায়। স্থানীয় সূত্রে খবর, যাত্রিবাহী অটোটি কালেক্টরেট মোড়ের দিক থেকে কেরানিতলা আসছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারান। অটোটি রাস্তার পাশের দোকানে ধাক্কা মারে। ৪ জন জখম হন। স্থানীয়রাই জখম যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
|
|
|
|
|