|
|
|
|
টুকরো খবর |
জয়রামন নিয়ে মানসের কটাক্ষ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেফতারের পরেই সরানো হয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামনকে। সোমবার খড়্গপুরের সভায় সেই প্রসঙ্গ টেনে মানসবাবু বলেন, “পুলিশ কমিশনার জয়রামনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছেন, তাতে পুলিশ এবং আইএএসের মধ্যে লড়াই লেগে যাবে। আমরা চাই পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করুক। তবে এ রাজ্যে তৃণমূলকে রক্ষা করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।”সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত, খাদ্য সুরক্ষা বিল চালু, সন্ত্রাস মুক্তি-সহ নানা দাবিতে কংগ্রেসের ‘মুক্তি পদযাত্রা’ শুরু হয়েছে রবিবার থেকে। দুই মেদিনীপুর, হাওড়া ঘুরে তা কলকাতায় এসে পৌঁছবে। এ দিন পদযাত্রা খড়্গপুর থেকে জামনা যাওয়ার পথে বোগদা, ঝাপেটাপুর, কৌশল্যায় পথসভা হয়। সেখানেই রাজ্য সরকারের সমালোচনায় সরব হন মানসবাবু। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন দেখছেন তা সফল হবে না। বাংলার মানুষকে অপদস্থ করে দিল্লির আসন তিনি জয় করতে পারবেন না।”
|
বিজেপির বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সদ্য পুরসভা ভোট শেষ হয়েছে। সামনে লোকসভা ভোট। তার আগে সংগঠনের পুনর্গঠন করল শহর বিজেপি। রবিবার মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে এক বৈঠক হয়। ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, শহর সভাপতি অরূপ দাস। ওই বৈঠকে নতুন শহর কমিটি গড়া হয়। তাতে পুরনো কয়েকজন বাদ পড়েছেন। কিছু নতুন মুখ এসেছে। অরূপবাবু বলেন, “রবিবার আমাদের সাংগঠনিক বৈঠক ছিল। কিছু সিদ্ধান্তও হয়েছে। নতুন করে শহর কমিটি গড়া হয়েছে।”
|
পথে প্রতিবাদে |
|
—নিজস্ব চিত্র। |
জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত-সহ নানা দাবিতে সোমবার মেদিনীপুরে মিছিল করল বামফ্রন্ট। নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পাল, জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী, জোনাল সদস্য হিমাদ্রি দে। |
|
|
|
|
|