মমতার আশ্বাসের সমালোচনা সিটুর
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
লোকসভা ভোটে রাজনৈতিক সুবিধে তুলতেই রায়গঞ্জের স্পিনিং মিল নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে অভিযোগ করলেন সিপিএম শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক দীপক দাশগুপ্ত। বৃহস্পতিবার রায়গঞ্জ কর্ণজোড়ায় জনসভায় তিনি বলেন, “সামনে লোকসভা ভোট। তার আগে রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী উৎপাদন চালুর আশ্বাস দিয়েছেন। এর সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই।” জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য বলেন, “মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তা করে দেখান। জনজোয়ার দেখে সিটু ভয় পেয়েছে।”
|
ফল বাতিলের দাবি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
টেট পরীক্ষার ফল বাতিলের দাবিতে জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে বিক্ষোভ দেখাল কোচবিহার ডিএড অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ওই অ্যাসোসিয়েশন সদস্যরা মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান। জেলা প্রাথমিক স্কুল সংসদ চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”
|
ধৃত আধিকারিককে বরখাস্ত করার দাবি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জুয়া খেলার অভিযোগে ধৃত ব্লক যুব কল্যাণ আধিকারিককে বরখাস্তের দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দিল আইএটিটিইউসি। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মহকুমাশাসক রাজেন্দ্র রাজ সুনদাসকে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূলের ওই শ্রমিক সংগঠনের দাবি, আইন অনুযায়ী ২৮ ঘণ্টার বেশি কোনও সরকারি কর্মী জেলে থাকলে তাঁকে বরখাস্ত করা হয়। সেই আইন মেনে ওই আধিকারিককে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। মাথাভাঙা ২ নম্বর ব্লকের যুব কল্যাণ আধিকারিক মৃণালকান্তি রায়কে ১৫ নভেম্বর রাতে জুয়া খেলার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। গত ২৫ নভেম্বর তিনি এবং ধৃত অন্যরা জামিনে ছাড়া পান। বুধবার কাজে যোগ দেন তিনি।
|
১৩৫ জনকে পাট্টা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নিজভূমি নিজগৃহ প্রকল্পে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ১৩৫ জন ভূমিহীন বাসিন্দাকে জমির পাট্টা দেওয়া হয়েছে। বিডিও অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে পাট্টার নথি তুলে দেওয়া হয়। ৪ একর ১২ শতক জমির পাট্টা এ দিন বিলি হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল বিধায়ক আইন পরিষদীয় সচিব বিপ্লব মিত্র, বিডিও সঞ্জয় হাওলাদার, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক বাসুদেব সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|
সিদ্দিকুল্লার দাবি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে দলের দ্বিতীয় বার্ষিক প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, “সারদা কাণ্ডে রাজ্যের পুলিশকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। সিবিআই তদন্তের দাবি তুলেছি।”
|
চোপড়ায় বনধ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
উত্তর দিনাজপুরের চোপড়ায় সিপিএম নেতা নাজির আহমেদ খুনের ২৪ ঘন্টা পরেও অভিযুক্তরা কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। বৃহস্পতিবার চোপড়ায় সিপিএমের ডাকা বন্ধে দিনভর জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। বিকেলে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুবীর বিশ্বাস অভিযোগ করেন, “তৃণমূলের চাপে পড়েই পুলিশ কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করেনি।” তবে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। |