খেলার খবর ম্যাচের আগে কোচকে প্রণাম
খেলা শুরু হতে বাকি ৫ মিনিট। তখন ড্রেসিংরুমে চলছে শেষ মুহূর্তের আলোচনা। তা শেষ হতেই গোলরক্ষক শুভম সোজা গিয়ে কোচ চন্দন চন্দের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুভমকে বলতে শোনা গেল, “স্যার, আমাকে আশীর্বাদ করুন। যেন আপনার মুখ রাখতে পারি।” কোচ তাঁকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, “তুমি পারবে।’’ পারলেন শুভম। ম্যাচে একাধিকবার দলকে বিপন্মুক্ত করে ম্যাচের সেরা হলেন তিনি। সেই সঙ্গে দলকেও জিতিয়ে দিলেন।
বৃহস্পতিবার শিলিগুড়িরই বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দেয় শিলিগুড়ির স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। সাইয়ের পক্ষে সবক’টি গোলই জালে ঢোকাতে সক্ষম হলেও বাঘাযতীনের পি বি এক্কার প্রথম শটটিই বাইরে চলে যায়। সাইয়ে সবকটি গোল করায় শেষ শট মারতে হয়নি। ফল দাঁড়ায় ৫-৩।
সাই ও বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ চলছে। ছবি: বিশ্বরূপ বসাক।
জিতে সাইয়ের কোচ চন্দন চন্দ জানিয়ে দিলেন, “শুভম বরাবরই খুব শৃঙ্খলাবদ্ধ ছেলে। মাঠে সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিছু বললে তা মন দিয়ে শোনে। তার ফলও পায়। আর কলকাতার মাঠে খেলে আরও ক্ষুরধার হয়েছে খেলা।” এ দিন মোহনবাগানের সবুজ মেরুন পরেই খেলেন বাঘা যতীনের ছেলেরা। যদিও বড় দলের নির্যাস এ দিনের খেলায় অনুপস্থিত ছিল। হেরে বাঘাযতীন কোচ অবতার সিংহ অবশ্য দল ভাল খেলতে পারেনি বলে স্বীকার করেছেন। তিনি বলেন, “দলের তিন নাইজেরীয় খেলোয়াড়ের কাছে তাঁর অনেক বেশি আশা ছিল। তবে স্থানীয় ছেলেরা ভাল খেলেছে।” আগামী মরসুমে ভাল খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দেন। এ দিন দুই অর্ধে চেষ্টা করেও গোল করতে পারেনি কোনও দলই। বেশ কয়েকবার সুযোগ অবশ্য তৈরি হয়েছিল। তবে গোল করার লোকের অভাবেই তা কাজে লাগেনি। গোটা ম্যাচেই গতির অভাবে ভুগেছে দু’দল। ছোট ছোট পাসে খেলা হওয়ায় মূলত মাঝমাঠেই খেলা সীমাবদ্ধ ছিল। ফলে কোনও আক্রমণই দানা বাঁধতে পারেনি। বাঘাযতীনের তিন বিদেশি, নাইজেরিয়ার ফুটবলারদের খেলায় অসন্তুষ্ট অবতার তিন জনকেই এক এক করে তুলে নেন। স্বাভাবিকভাবেই ম্যাচে বেশ কয়েকবার দলকে বিপন্মুক্ত করায় গোলরক্ষকক শুভমকেই ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এক নজরে
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া
১৯৯২ সালে শিলিগুড়িতে সাইয়ের শিবির চালু হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠান মূলত খেলোয়াড় তৈরির কাজ করে। দলের ৬ জন কলকাতায় আই লিগ খেলছে।

বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব
১৯৬১ সালে স্থাপিত। গত বছরের শিলিগুড়ি লিগ চ্যাম্পিয়ন।
আগেও একবার চ্যাম্পিয়ন হয়েছে।

আজকের খেলা: দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন বনাম মহানন্দা স্পোর্টিং ক্লাব

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.