টুকরো খবর
কোর্টে যাওয়ার চিন্তা মোর্চার
রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে গোর্খা জনমুক্তি মোর্চা। সাম্প্রতিক আন্দোলনের সময়ে ধৃত নেতা-কর্মীদের মতোই জেলবন্দি জিটিএ সদস্যদের বিরুদ্ধেও নতুন করে মামলা দায়ের করার অভিযোগ তুলেছে মোর্চা। এ বিষয়ে বুধবার রাজ্যের পুরমন্ত্রীর সঙ্গে করে অভিযোগও জানিয়েছেন মোর্চার বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী। বৃহস্পতিবার মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের সঙ্গে মোর্চার আইনি সেলের নেতাদের বৈঠক হয়েছে। মোর্চার আইনি সেলের সদস্য তরঙ্গ পণ্ডিত বলেন, “জেলবন্দি জিটিএ সদস্য ও সাধারণ নেতা কর্মীদের যে ভাবে রাজ্য সরকার নতুন করে মামলায় অভিযুক্ত করছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।” মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা তথা জিটিএ-এর দায়িত্বপ্রাপ্ত চিফ রমেশ আলে বলেন, “রাজ্য সরকারের এই ভূমিকা অনভিপ্রেত।”

উত্তরবঙ্গ বইমেলা শুরু
উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন। বৃহস্পতিবার শিলিগুড়িতে। —নিজস্ব চিত্র।
সমগ্র উত্তরবঙ্গকে নিয়ে একটি কেন্দ্রীয় বইমেলা করার প্রস্তাব দিলেন নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র। বৃহস্পতিবার শিলিগুড়িতে ৩১তম উত্তরবঙ্গ বইমেলা উদ্বোধন করতে গিয়ে এই প্রস্তাব দেন তিনি। তাঁর প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করবেন বলে জানিয়ে দেন মঞ্চে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও। মনোজবাবু বইমেলার উদ্বোধন করে বই নিয়ে স্মৃতিচারণা করেন। তবে বইয়ের বিকল্প কিছু নেই বলেও মনে করলেও বইয়ের প্রতি মানুষের আগ্রহ যে কমছে তা স্বীকার করেন মনোজবাবু। তিনি বলেন, “উত্তরবঙ্গে প্রচুর পাঠক রয়েছেন। কিন্তু মেলার পরিসর ছোট হওয়ায় সবসময় দেশের ও বাইরের প্রকাশক সংস্থাগুলো সব সময় আসতে পারে না। একটি বড় কেন্দ্রীয় মেলা করলে তাতে কলকাতা বইমেলায় ছুটতে হবে না। উত্তরবঙ্গে বসেই আন্তর্জাতিক বেস্ট সেলারগুলোর স্বাদ নিতে পারবে এখানকার মানুষ।” গৌতমবাবু বলেন, “ভাল প্রস্তাব। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।” এ দিন বইমেলার উদ্বোধনের পাশাপাশি দুটি বইয়ের উদ্বোধন করেন মনোজবাবু। কবিতা বিষয়ক পত্রিকা ‘উবাচ’ এর উদ্যোগে ‘কলমে সৃজনে’ এবং লেখক আজিজুল বিশ্বাসের বই ‘থার্ড আই’য়ের প্রকাশ হয় এদিন। এ দিন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজ শুক্রবার থেকে সমস্ত বইয়ের স্টল খোলা হবে বলে উদ্যোক্তা গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স ও বুক সেলার্স অ্যসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মনোজবাবু উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর উদ্যোগের ঢালাও প্রশংসা করেন। থিয়েটারের প্রসঙ্গ তুলে মনোজবাবু জানান, থিয়েটার যেমন সিনেমার প্রচলনের পরেও নষ্ট হয়নি, তেমনি বইও কোনও কিছুর বিনিময়ে গুরুত্ব হারাবে না।”

ছাত্রদের হুমকি
প্রাণিবিদ্যা বিভাগের পরিকাঠামোয় উন্নতি, ক্যান্টিন চালু দাবি না মানায় আলিপুরদুয়ার কলেজ বন্ধের হুমকি দিল ছাত্র পরিষদ। সংগঠনের নেতাদের দাবি, আজ শুক্রবার তাঁরা কলেজের গেটে বিক্ষোভ দেখিয়ে কলেজ অচল করে দেবেন। ছাত্র পরিষদ নেতা সঞ্জয় সরকার বলেন, “মাস দুয়েক আগে কলেজে প্রাণিবিদ্যার প্রয়োজনীয় সরঞ্জাম, সাইকেল স্ট্যান্ড ও বয়েজ ক্যান্টিনের দাবিতে চার দিন লাগাতার অনশন করা হয়। কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও পদক্ষেপ করেননি।” কলেজের পরিচালন সমিতির সভাপতি অমিতাভ রায় বলেন, “বিষয়গুলি নিয়ে পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হয়েছে। অর্থ বরাদ্দ করা হয়েছে।”

যুব কংগ্রেসের স্মারকলিপি
শিলিগুড়ি কর্ম বিনিয়োগ কেন্দ্রে ৯১ হাজারের বেশি বেকার তালিকাভুক্ত থাকলেও কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ তুলে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর কত জন বেকার এই কেন্দ্র থেকে চাকরি পেয়েছেন নথি চেয়ে বৃহস্পতিবার কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় দার্জিলিং লোকসভা যুব কংগ্রেস। তথ্য জানার অধিকার আইনেও তারা বিষয়টি জানতে চেয়েছেন। কেন্দ্রের যুগ্ম অধিকর্তা পদ্ম দোরজি বলেন, “নথি দেখে ১ সপ্তাহ পরে তাদের তথ্য জানিয়ে দেওয়া হবে।” দার্জিলিং লোকসভা যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ রায় চৌধুরী, বলেন, “নাম নথিভুক্ত করে চাকরি না হলে দফতর রেখে লাভ কী?”

হল না সমিতি
জলপাইগুড়ি জেলা পরিষদে বিরোধী দলনেতার পদ নিয়ে কংগ্রেস বা তৃণমূল কোনও দল-ই দাবি না করায়, স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শেষ হল না। বৃহস্পতিবার জেলা পরিষদে দশটি স্থায়ী কমিটিতে বিরোধী সদস্যদের নির্বাচিত করার সভা ছিল। জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) দিব্যেন্দু দাস বলেন, আগামী ১৬ ডিসেম্বর ফের সভা হবে।” জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা ৩৭ জন। এর মধ্যে বামফ্রন্টের দখলে রয়েছে ২৭টি আসন। সম্প্রতি কংগ্রেস থেকে দু’জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, তৃণমূলের সদস্য বেড়ে হয়েছে ৪ জন। অন্যদিকে কংগ্রেসের ২ জন সদস্য রয়েছেন। ২ জন নির্দল সদস্যও রয়েছেন।

বাস উল্টে জখম ১০
নয়ানজুলিতে বাস উল্টে ১০ যাত্রী জখম হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ির বিডিও অফিস লাগায়ো ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জখমদের ময়নাগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ধূপগুড়ি থেকে জলপাইগুড়িতে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়।

১২০ জনকে পাট্টা
কালচিনি চা বাগান এলাকার মালঙ্গি ও চুয়াপাড়ার ১২০ বাসিন্দাকে জমির পাট্টা দিলেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক। বৃহস্পতিবার কালচিনি ব্লক অফিসে এই পাট্টা বিলি অনুষ্ঠান হয়। আলিপুরদুয়ারের মহকুমা শাসক নিখিল নির্মল বলেন, “নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে এই পাট্টা বিলি করা হয়েছে।”

আসছেন ব্যারেটো
১ ডিসেম্বর একটি ক্লাবে ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করতে আসবেন প্রাক্তন ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো। বৃহস্পতিবার তা জানান ক্লাবের ক্রীড়া সচিব প্রসেনজিৎ ঘোষ। শিলিগুড়ির প্রধাননগরের মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলের মাঠে এই শিবির চলবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.