নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি-সহ দ্রব্যমূল্য বৃদ্ধি, সারদা কাণ্ড, তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে শিলিগুড়িতে জনসভার ডাক দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফে তা জানানো হয়।
আগামী ২০ ডিসেম্বর বাঘা যতীন পার্কে ওই জনসভার মূল বক্তা রাজ্যর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি, সারদা কাণ্ড, এসজেডিএ’র দুর্নীতির বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে। ২০ ডিসেম্বরের জনসভা ছাড়াও ১০ ডিসেম্বর নকশালবাড়িতে জনসভা হবে। সেখানে প্রধান বক্তা মহম্মদ সেলিম।” তিনি জানান, ২০ ডিসেম্বরের জনসভার প্রচারে মিছিল, পথসভা করা হবে। ৫০ হাজার পরিবারের কাছে দলের তরফে যাওয়া হবে। বাসিন্দাদের মধ্যে ১লক্ষ প্রচারপত্র বিলি করা হবে। বামফ্রন্ট সূত্রে জানানো হয়, ৬ ডিসেম্বর বাঘাযতীন পার্কে অবস্থান বিক্ষোভ হবে। মূল্যবৃদ্ধি, তৃণমূলের সন্ত্রাস, সারদা কাণ্ড, এসজেডিএ’র দুর্নীতি ঘটনার বিরুদ্ধে বেলা ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রতিবাদ জানানো হবে। বামেদের অভিযোগ, শিলিগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে এমন অনেক বাসিন্দা ভোট দিয়েছেন যাঁরা দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে থাকেন না। এমনকী তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী তথা প্রাক্তন চেয়ারম্যান নান্টু পালও ওই ওয়ার্ডের বাসিন্দা নন। তিনি ১৭ নম্বর ওয়ার্ডে থাকেন তাদের দাবি। ১১ নম্বর ওয়ার্ডে না থাকলেও তিনি সেখানকার ভোটার হিসাবে ভোট দিয়েছেন। নান্টুবাবুর জবাব, “ওই ওয়ার্ডে বাড়ি রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মতো যে কেউ একটি জায়গার ভোটার হতে পারেন। তা নিয়ে কোনও সমস্যা নেই।” |