নৈহাটি পুরসভার সিপিএমের দুই কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার বিকেলে অভিজিৎ রায় ও জলি ভট্টাচার্য নামে ওই দুই কাউন্সিলার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মুকুল রায়। ছিলেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিকও। পার্থ ভৌমিক বলেন, “স্বচ্ছ ভাবে কাজ করার জন্যই এই দুই বাম কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। এ দিন সেটা সম্পন্ন হল।” তবে ওই দুই কাউন্সিলর এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, এ দিনই তৃণমূল ভবনে এসে সন্দেশখালির বিজেপি নেতা হরষিত মণ্ডল ও হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা ব্যোমশঙ্কর গায়েন তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার পর্যবেক্ষক ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁদের সঙ্গেই তৃণমূলে যোগ দেন আরও বিজেপির আরও সাত পঞ্চায়েত সদস্য। যদিও বিজেপি-র জাতীয় পরিষদের সদস্য ও নেতা সুকুমার দে বলেন, “ওরা চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।”
|
হাল ফেরানো হবে সুন্দরবন এলাকার বেহাল রাস্তার। পিচ-পাথর বা কংক্রিটের রাস্তা হবে। বাম জমানায় যে সমস্ত গরিব মানুষ বিপিএল তালিকায় ঠাঁই পাননি, তাঁদের তালিকাভুক্ত করা হবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকে এক জনসভায় এমন প্রতিশ্রুতি দিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বে) মণ্টুরাম পাখিরা। তিনি আরও বলেন, “সুন্দরবন এলাকায় দ্রুত কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ করা হবে।” পাশাপাশি তপশিলি জাতি-উপজাতি এবং সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েদের নানা সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। এ দিন কংগ্রেসের বেশ কিছু নেতা-সহ পাঁচশো কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন ব্লক সভাপতি, সহ সভাপতি প্রমুখ।
|
গাঁজা-সহ দুই যুবককে বুধবার গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতদের নাম বি সুদীপ রাও এবং বিষ্ণু সিংহ ওরফে বিষ্টুয়া। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ পরিচালনা করত। মোটা টাকার বিনিময়ে ছাত্র ভর্তি ছাড়াও ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ছিল তাদের নামে। পুলিশ আরও জানায়, এর আগে সুদীপের বিরুদ্ধে খুন ও অসামাজিক কাজে যুক্ত থাকার চারটি অভিযোগ ছিল। বিষ্ণুর বিরুদ্ধে ২০০৯ সালে এক বার গাঁজা পাচারের অভিযোগ উঠেছিল। এ ছাড়াও ৬টি অপরাধমূলক কাজে সরাসরি যুক্ত থাকার মামলাও ছিল তার বিরুদ্ধে। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দেবাশিস বেজ বলেন, “নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই ওই দু’জনকে ধরা হয়েছে।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাড়ি রাস্তার পাশে খালে উল্টে যাওয়ায় জখম হয়েছেন চালক-সহ ৫ জন যাত্রী। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে ফলতায় দিঘিরপাড়-মুচিশা রোডের কাটারিয়া বাস মোড়ের কাছে। আহতদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১০টা নাগাদ গাড়িটি মুচিশার দিক থেকে দিঘিরপাড় মোড়ের দিতে আসছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৪০ ফুট দূরে খালে গিয়ে পড়ে। খালে জল কম থাকায় ডোবার হাত থেকে বেঁচে গেলেও গুরুতর জখম হন চালক ও চারজন যাত্রী। বাসিন্দারা এসে গাড়ির কাচ ভেঙে তাঁদের উদ্ধার করেন। গাড়িটি আটক করেছে পুলিশ।
|
মারা গেলেন সুন্দরবনের টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট-এর রাঙাবেলিয়া প্রজেক্টের পরিচালক রাধাকৃষ্ণ মণ্ডল। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সুন্দরবনের মানুষ, প্রকৃতি নিয়ে প্রায় ৪০ বছর ধরে কাজ করেছেন তিনি। সোসাইটির তরফে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন সুন্দরবন নিয়ে কাজ করে চলা তাঁর সহকর্মী তুষার কাঞ্জিলালও।
|
এক ব্যবসায়ীকে মারধর করে টাকাপয়সা ছিনতাই করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, শান্তিপুরের বাগদিয়ার গ্রামের ওই ব্যবসায়ী নুরুল ইসলাম শা স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় জনা কয়েক দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেয়। রাতেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
|
নদীবাঁধের কাছে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রায়দিঘির কনকদিঘি গ্রামের কাছে মণিনদীর বাঁধ লাগোয়া এলাকায় বছর পঁয়তিরিশের ওই মহিলার দেহ পাওয়া যায়। পরনে সালোয়ার-কামিজ। তাঁকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। |