টুকরো খবর |
প্রাচীন রাধারানি মূর্তি চুরি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
|
ফাঁকা পড়ে রয়েছে সিংহাসন। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
অষ্টধাতুর প্রাচীন রাধারানির মূর্তি চুরি হয়ে গেল শ্যাম-রাইয়ের মন্দির থেকে। বুধবার রাতে রঘুনাথগঞ্জের বালিঘাটা পল্লির ঘটনা। খোয়া গিয়েছে মন্দিরে বিগ্রহের গায়ে থাকা সমস্ত সোনা ও রূপার অলঙ্কারও। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে। মন্দিরের সেবাইত রেনুকা মুখোপাধ্যায় বলেন, “রাতে আরতির পর যুগল মূর্তিকে প্রথামত শুইয়ে দিয়ে মন্দির তালা বন্ধ করে আসা হয়। সকালে মন্দিরের তালা খুলতে গিয়ে দেখি দুটি দরজারই তালা ভাঙা। রাধার মুর্তি-সহ সমস্ত অলঙ্কার উধাও।” তবে মন্দিরে একই সিংহাসনে থাকা অষ্টধাতুর শ্যামের মূর্তিটি অবশ্য রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে শ্যাম-রাইয়ের অষ্টধাতুর এই মূর্তি নিয়ে বালিঘাটায় আসেন জনৈক অধিকারী পরিবার। বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। পরে ওই পরিবার যখন বেনারস চলে যান, তখন এই বিগ্রহের সেবার দায়িত্ব পায় মুখোপাধ্যায় পরিবার। অষ্টধাতুর তৈরি প্রায় ৬ কিলোগ্রাম ওজনের এক ফুট উচ্চতার এই যুগল মূর্তির নজরকাড়া রূপের জন্য প্রসিদ্ধ। যুগল মূর্তি বৈশাখ মাসের সংক্রান্তিতে তিন দিনের জন্য শহরের তুলসীবিহার মন্দিরে অধিষ্ঠান করেন। সেই উপলক্ষে এলাকায় মেলাও বসে। জানা গিয়েছে, এই মন্দির থেকেই প্রায় ৪০ বছর আগেও একবার চুরি যায় মূল রাধারাণী মূর্তিটি। সেই ঘটনার কিনারা হয় নি আজও। পরে অন্যত্র পূজিত আর একটি বহু প্রাচীন অষ্টধাতুর রাধারানি মুর্তি নিয়ে আসা হয় ওই মন্দিরে। এবার সেটিও চুরি গেল।
|
কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ‘টেট’-এ পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হয়নি-এমনই অভিযোগ তুলল কয়েকশো কলেজ পড়ুয়া। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কার্যালয়ের সামনে পড়ুয়াদের এক প্রতিনিধিদল সভাপতি অর্চনা ঘোষ সরকারের কাছে ডেপুটেশন দেয়। পড়ুয়াদের অভিযোগ, ‘সরকারে আসার মাস খানেক পর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, পিটিটিআই কোর্স করা ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুকথাও জানান তাঁরা। অর্চনাদেবী বলেন, “পড়ুয়াদের দাবি রাজ্য সরকারকে জানাব।”
|
পড়ুয়াদের দাবি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ‘টেট’-এ পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হয়নি-এমনই অভিযোগ তুলল কয়েকশো কলেজপড়ুয়া। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কার্যালয়ের সামনে পড়ুয়াদের এক প্রতিনিধিদল সভাপতি অর্চনা ঘোষ সরকারের কাছে ডেপুটেশন দেয়। পড়ুয়াদের অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ করা হবে। তা হয়নি। কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তাঁরা। অর্চনাদেবী বলেন, “রাজ্য সরকারকে বিষয়টি জানাব।”
|
অবস্থার অবনতি
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নওদা ব্লকের যুগ্ম বিডিও সম্রাট বাগচিকে বৃহস্পতিবার আমতলা গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল বহরমপুর সদর হাসপাতালে। বুধবার স্থানীয় এক তৃণমূল নেত্রী ও তাঁর অনুগামীরা স্মারকলিপি দিতে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। নওদার ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায় বলেন, “মাথায় ও ঘাড়ে আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন সম্রাটবাবু। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ দিন তাঁকে বহরমপুরে পাঠাতে হয়েছে।” সম্রাটবাবু ওই দিন রাতেই ওই নেত্রী সহ তিন জনের নামে মারধরের অভিযোগ দায়ের করেন। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খুঁজছে।’’
|
পুরনো খবর: জয়েন্ট বিডিও-কে মার, তৃণমূল অভিযুক্ত
|
গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মাদকজাত দ্রব্য সমেত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বড়ঞার ভবানীনগর গ্রামের এই ঘটনায় ধৃতের নাম হাসিরুব শেখ। সে ওই এলাকারই বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা দায়রা আদালতের স্পেশাল কোর্টে তোলা হলে ১৪দিনের জেল হাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি থেকে প্রায় তিন লিটার কোডিন উদ্ধার করা হয়েছে। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “ধৃত অনেক দিন মাদক দ্রব্যের কারবার করত বলে খবর ছিল। বুধবার মাল সমেত তাকে ধরা হয়।”
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
স্থায়ী কাজের দাবিতে মহকুমাশাসকের কাছে স্বারকলিপি জমা দিল মহকুমার এক হাজার তেইশ জন সিভিক পুলিশ। বুধবার মিছিল করে ডোমকলের মহকুমা শাসকের কাছে ওই স্মারকলিপি জমা দেয় সিভিক পুলিশের এক প্রতিনিধি দল। তাদের দাবি, মাত্র একমাস কাজ করনোর পর আমাদের আর কাজ দেওয়া হয়নি। এমনকি পরবর্তীতে কোনও কাজ দেওয়া হবে কিনা তাও বলা হয়নি। তার প্রতিবাদেই এই স্মারকলিপি।
|
ব্যবসায়ী প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এক ব্যবসায়ীকে মারধর করে টাকাপয়সা ছিনতাই করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, শান্তিপুরের বাগদিয়ার গ্রামের ওই ব্যবসায়ী নুরুল ইসলাম শাহ শান্তিপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। শান্তিপুর কলেজ সংলগ্ন এলাকায় জনা কয়েকজন দুষ্কৃতী গাড়ি আটকে টাকাপয়সা কেড়ে নেয়। এ দিন রাতেই তিনি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।
|
এটিএমে ভাঙচুর |
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি রক্ষিহীন এটিএম কাউন্টারে ঢুকে টাকা লুঠের চেষ্টা করল এক যুবক। বুধবার গভীর রাতে কৃষ্ণনগরের ভীমপুরের ওই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ অবশ্য সমরজিৎ প্রামাণিক নামে ওই যুবককে গ্রেফতার করেছে। সে স্থানীয় হাঁসখালির বাসিন্দা। |
|