থানার পিছনের একটি মোবাইলের দোকানের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে ভরতপুর থানার ঘটনা। পুলিশ জানিয়েছে, কুড়ি হাজার টাকা নগদ-সহ প্রায় ৪৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীদল। থানার এত কাছে চুরির ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে ধরা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রোজদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ী সার্জাদ হক। বৃহস্পতিবার দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দেওয়াল ভাঙা। ভেতরে ঢুকে দেখেন কুড়ি হাজার টাকা নগদ-সহ প্রায় ৪৫টি মোবাইল ফোন উধাও। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
থানার এত কাছে চুরির ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। বাজার এলাকায় পুলিশি টহলের দাবি জানিয়েছেন তাঁরা। ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নূর আহম্মেদ বলেন, “বছর দু’য়েক ধরে ভরতপুর থানা এলাকায় ছোট চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এমন বড় চুরির ঘটনা কখনও ঘটেনি। থানার পিছনের দোকান থেকে এমন ভাবে চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।”
তবে ওই বাজার এলাকায় পৃথক ভাবে নজরদারি বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার পুলিস সুপার হুমায়ুন কবীর। তিনি বলেন, “নিরাপত্তা জোরদার করতে এলাকার ব্যবসায়ী অথবা বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। বাসিন্দারা সংগঠিত হয়ে পাহারার ব্যবস্থা করলে পুলিশের সহযোগিতা পাওয়া যাবে।” |