টুকরো খবর
এক মাত্র শিক্ষক ছুটিতে, তালাবন্ধ ঝাড়গ্রামের স্কুল
স্কুলে একজন মাত্র শিক্ষক। তিনি অসুস্থ হয়ে ছুটি নেওয়ায় তালাবন্ধ রয়েছে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া চক্রের বড়বাড়ি প্রাথমিক স্কুল। পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে ৪২ পড়ুয়া। ২০১১ সালের জানুয়ারিতে এই স্কুলে সহ-শিক্ষক পদে যোগ দেন দুরন্ত দাস। তাঁর বাড়ি ডেবরায়। তখন টিচার ইনচার্জ ছিলেন রূপালি গুঁইন। ২০১২ সালের জুনে রূপালিদেবী বদলি নিয়ে ঝাড়গ্রামে চলে যান। তখন থেকে দুরন্তবাবু একাই স্কুল চালাচ্ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় গত সেপ্টেম্বর থেকে তিনি স্কুলে আসা বন্ধ করে দেন। সমস্যার সেই শুরু। সেপ্টেম্বরে একদিনও স্কুল হয়নি। তবে পুজোর ছুটির পরে স্থানীয় লালগেড়িয়া প্রাথমিক স্কুলের সহ-শিক্ষক হিরম্বর মাহাতোকে কিছুদিনের জন্য বড়বাড়ি স্কুলে পাঠানো হয়। ১২ নভেম্বর তাঁর ডেপুটেশনের মেয়াদ ফুরিয়েছে। সেই থেকে টানা বন্ধ স্কুলটি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু অবশ্য জানিয়েছেন, আজ, শুক্রবার থেকে ফের স্কুল চালু হবে। চুবকা পঞ্চায়েতের তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে অস্থায়ী ভাবে বড়বাড়ি স্কুলে পাঠানো হচ্ছে।

ঝাড়গ্রামে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা
চলছে আদিবাসী নৃত্য। ছবি: দেবরাজ ঘোষ।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের (টিডিসিসি) উদ্যোগে সংস্থার ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়ে ‘আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। টিডিসিসি’র আওতাধীন পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি ‘ল্যাম্পস্’-এর (লার্জসাইজ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি) সদস্য-সদস্যারা প্রতিযোগিতায় যোগ দেন। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। ছিলেন টিডিসিসি’র ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত রিজিওনাল ম্যানেজার দীপাঞ্জন দে, বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক সারিধরম হাঁসদা, শৈলজানন্দ হাঁসদা, বিশিষ্ট সাঁওতালি নৃত্যশিল্পী সুবোধ হেমব্রম প্রমুখ। সাতটি দলের শিল্পীরা সাঁওতালি ‘দং-নাচ’ পরিবেশন করেন। প্রথম হয় গড়বেতা ২ ব্লকের সিদো কানহু ল্যাম্পস্-এর বুলানপুর মহিলা মার্শাল দল।

প্রতারণা, কারাদণ্ড
জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার দায়ে দু’জনের চার বছরের কারাদণ্ড হল। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এই রায় দেন। দোষী বাপি মণ্ডল ও শেখ রাজা দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা। আদালত সূত্রে জানা গিয়েছে, বাপি ও শেখ চলতি বছরের ৬ জানুয়ারি জাল নোট নিয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বাজারে এসেছিল। এক ব্যবসায়ীর কাছ থেকে জিনিস কেনার সময় তাঁরা ধরা পড়ে যায়। তাঁদের কাছ থেকে ২৫টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার হয়। ওই মামলায় বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তাঁদের ৪ বছরের কারাদণ্ড ও দু’হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন।

ছাত্রদের অবস্থান
ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের ডিন জয়ন্তকিশোর নন্দীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “কয়েক মাস আগে প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হলেও এখনও ছাত্রছাত্রীরা পরিচয়পত্র পেলেন না। তাই আমরা অবস্থান কর্মসূচি করেছি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস, যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দিয়ে দেওয়া হবে।

ই-গভর্নেন্স নিয়ে কর্মশালা
তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা পরিষেবায় উন্নতির লক্ষে ই-গভর্নেন্স বিষয়ে কর্মশালা হল পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই ই-গভর্নেন্স নিয়ে কর্মশালায় জেলার সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকরা যোগ দেন। কর্মশালায় প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়। ওই অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল প্রমুখ।

আলু বীজ লাগানো শুরু
মেদিনীপুরের নেপুরাতে জমিতে আলু বীজ লাগানোর ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল।
আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত দামে এবার বিভিন্ন বাজারে আলু বিক্রি হয়েছে। নির্ধারিত দামে সরকারি উদ্যোগে বিক্রি হয়েছে বীজ আলুও। এবার শুরু হল আলুর মরসুম। পশ্চিম মেদিনীপুরে গড়ে ৭৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। কোনও বছর ৭০ আবার কোনও বছর ৮০ হাজার হেক্টর জমিতেও আলু চাষ হয়। এটা নির্ভর করে আবহাওয়ার উপর। আবহাওয়া অনুকূল থাকলে এক বিঘা জমিতে গড়ে ৪৫ কুইন্ট্যাল আলু উৎপাদন হয়। সাধারণত অক্টোবর থেকেই আলু বীজ লাগানো শুরু হয়। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরিতে আলু বীজ লাগানো শুরু হয়েছে।

বিপজ্জনক সেতু
ছবি: পার্থপ্রতিম দাস।
কোলাঘাটের পুরাতন বাজারের সঙ্গে নতুন বাজারের সংযোগকারী এই ফুট ব্রিজটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। পায়ে চলা এই সেতুটি দিয়ে প্রতিদিন কোলাঘাট সংলগ্ন চারটি গ্রামের স্কুল পড়ুয়া, অফিস যাত্রী এবং দুটি বাজারে আসা প্রায় হাজার খানেক ক্রেতা-বিক্রেতা যাতায়াত করেন। অনেক দিন হল ভেঙে পড়েছে সেতুর লোহার বিম। যাতাযাত করলে দুলছে সেতু। ‘বিপজ্জনক সেতু’ বোর্ড লাগিয়েই দায় সেরেছে প্রশাসন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.