|
|
|
|
গোষ্ঠীদ্বন্দ্ব থেকে হাতাহাতি, তৃণমূল কর্মী জখম বেলদায় |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে জখম হলেন এক কর্মী। বুধবার রাতে সাড়ে দশটা নাগাদ বেলদা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম দেবাশিস পয়ড়্যা সবুজপল্লির তৃণমূলকর্মী। তিনি দলের বেলদা-২ অঞ্চলের পঞ্চায়েত সদস্য অলোক রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নারায়ণগড় ও বেলদা এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সূর্য অট্টের অনুগামীদের মধ্যে বিরোধ কারও অজানা নয়। বেলদা বাজারে বিদ্যাসাগরের মূর্তির কাছে প্রতিদিনই রাতে মদ্যপান চলে বলে এলাকাবাসীর অভিযোগ। বুধবার রাতেও ওই এলাকাতেই গোলমালে জড়িয়ে পড়েন মিহির চন্দের অনুগামী তৃণমূলকর্মী দেবাশিস।
সূর্য অট্টের অনুগামী স্থানীয় ‘নবীন-প্রবীণ’ ক্লাবের সম্পাদক তথা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অলোক রায় তাঁকে মারধর করেন বলে দেবাশিস পুলিশে অভিযোগ করেছেন। বেলদা গ্রামীণ হাসপাতালে দেবাশিসের প্রাথমিক চিকিৎসাও হয়। অশান্তির কথা মেনে নিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ। তিনি বলেন, “দলেরই দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে। যারা দলে থেকে এই ধরনের উচ্ছৃঙ্খল কাজ করবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।”
অন্য দিকে, সূর্য অট্টের বক্তব্য, “বিদ্যাসাগরের মূর্তির তলায় বসে কোনও মদ্যপকে কে মেরেছে, এই নিয়ে আমি মন্তব্য করছে না। তবে কোনও মদ্যপকে আড়াল করতে দলের কেউ মন্তব্য করলে তা দুর্ভাগ্যের।” |
|
|
|
|
|