|
|
|
|
টুকরো খবর |
রেলের কাজ দেখতে খড়্গপুরে জিএম
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলের কাজকর্ম পর্যালোচনা করতে বৃহস্পতিবার খড়্গপুরে পরিদর্শনে এলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম)। এ দিন দুপুরে হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে করে জিএম জি সি অগ্রবাল খড়্গপুরে এসে পৌঁছন। মূলত হাওড়া থেকে খড়্গপুর পর্যন্ত রেলপথ তিনি পরিদর্শন করেন। এছাড়াও রেলের খড়্গপুর ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রেলের আয়-ব্যয়ের হিসেব, কাজের গতিবিধি নিয়েও পর্যালোচনা করেন। এ দিন হাওড়া থেকে আসার পথে প্রায় ১১৬ কিলোমিটার রেলপথে তিনি ‘উইন্ডো ট্রেইলিং ইন্সপেকশন’ করেন। তারপর সড়ক পথে তিনি কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে যান। বিভিন্ন আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় রেলের বায়ুসেনার সহযোগিতা প্রয়োজন হয়। তাই কলাইকুণ্ডায় জিএমের যাওয়া একটি সৌজন্য সাক্ষাত ছিল বলেই জানা গিয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, জিএমের এটি একটি রুটিন পরিদর্শন। এ দিন খড়্গপুর ডিভিশনাল অফিসে রেলের বৈঠকে যোগ দেন। সেখানেই ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায়, এডিআরএম প্রকাশকুমার মণ্ডল, সিনিয়র কাস্টোমার ম্যানেজার বিবেক কুমার-সহ খড়্গপুর ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের গতিবিধি, আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় এ দিনের বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানান।
|
ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সন্ত্রাস, অপশাসন, ক্ষুধা থেকে মুক্তির দাবিতে পদযাত্রা করবে কংগ্রেস। আগামী রবিবার মেদিনীপুর শহরের গাঁধী মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচির সূচনা হবে। উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মানস ভুঁইয়া। সামিল হচ্ছে ছাত্র পরিষদও। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুরে ছাত্র পরিষদের এক বৈঠক হয়। আগামী রবিবার মেদিনীপুর থেকে যে পদযাত্রা শুরু হবে, পরে তা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার বিভিন্ন এলাকা ঘুরে ১৩ ডিসেম্বর কলকাতায় গিয়ে পৌঁছবে। ওই দিন শহিদ মিনার ময়দানে এক সভা হবে। পদযাত্রার নামকরণ করা হয়েছে, ‘মুক্তির পদযাত্রা’। ছাত্র পরিষদের জেলা সভাপতি বলেন, “রবিবারের কর্মসূচি সফল করতেই এই বৈঠক।”
|
ক্রীড়া প্রতিযোগিতা |
প্রাথমিক শিক্ষার খড়্গপুর চক্রের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার খড়্গপুরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক নির্মলকুমার সাঁতরা। প্রতিযোগিতায় মোট ৪৯টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এ দিন ক্রীড়া ক্ষেত্রের ২৮টি ইভেন্টে ৩৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় হিজলী জুনিয়র বেসিক স্কুল। ২৯ পয়েন্ট পেয়ে রানার্স হয় লোহানিয়া প্রাথমিক বিদ্যালয়। অন্য দিকে, সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খড়্গেশ্বর প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতার জয়ীরা মহকুমা স্তরে অংশগ্রহণ করবে। |
|
|
|
|
|