|
|
|
|
পাঁশকুড়ায় প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব |
স্থায়ী সমিতি থেকে বাদ, প্রতিবাদে মিছিল আনিসুরের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়া পুরসভার পূর্ত স্থায়ী সমিতি থেকে দলের কাউন্সিলর আনিসুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এ বার নেমে এল প্রকাশ্য রাস্তায়। বৃহস্পতিবার বিকেলে আনিসুর রহমানকে সরানোর প্রতিবাদে পুরসভার সামনে প্রায় দু’হাজারের বেশী দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হন। তমলুক-পাঁশকুড়া সড়ক ধরে তাঁরা মিছিলও করেন। পাঁশকুড়া ক্যানাল বাজারের সামনে সভা করে দলের পুরপ্রধান জাকিউর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা আনিসুর রহমান ও পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ওমর আলি।
প্রকাশ্য সভায় এ দিন তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে আনিসুর অভিযোগ করেন, “পুরপ্রধানের বেআইনি কাজে সায় না দেওয়ায় পূর্ত স্থায়ী সমিতির সভাপতির পদ থেকে আমাকে সরানো হয়েছে। পুরনির্বাচনের প্রচারে যাওয়ায় আমি পুরসভার বোর্ড মিটিংয়ে থাকতে পারিনি। আমার অনুপস্থিতিতেই পুরপ্রধান আমাকে সরানোর বিষয়ে উদ্যোগ নিয়েছেন। দলের সিদ্ধান্ত ছাড়াই যেভাবে এটা করে হয়েছে তা দলীয় নীতির পরিপন্থী। দলের রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।” পুরসভার পূর্ত স্থায়ী সমিতি থেকে আনিসুরকে বাদ দেওয়ার বিরুদ্ধে এ দিন মিছিলে হাঁটেন বিধায়ক ওমর আলিও। তিনি বলেন, “এভাবে পুরসভার পূর্ত স্থায়ী সমিতির সভাপতির পদ থেকে তাঁকে সরানো ঠিক হয়নি। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের এ বিষয়ে সঙ্গে কথা বলব।”
অভিযোগ উড়িয়ে দিয়ে পুরপ্রধান জাকিউর রহমান খান বলেন, “গত বছর পুরবোর্ড গঠনের পর প্রায় দেড় বছর ধরে আনিসুর রহমান পুরসভার কাজে ক্রমাগত অসহযোগিতা করেছেন। সহযোগিতা না পাওয়ার কারণেই পূর্ত স্থায়ী সমিতি থেকে তাঁকে সরানো হয়েছে। দলের সিদ্ধান্ত মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।” এ দিন মিছিলে ও সভায় বিধায়ক ওমর আলির উপস্থিত থাকার বিষয়ে পুরপ্রধান বলেন, “ওমর আলিকে ভুল বুঝিয়ে ওখানে নিয়ে গিয়েছে।” উল্লেখ্য, তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভায় সম্প্রতি বোর্ড মিটিংয়ে পুরপ্রধান জাকিউর রহমান খানের প্রস্তাব অনুযায়ী পুরসভার পূর্ত স্থায়ী সমিতির সভাপতি পদ থেকে আনিসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় দলেরই কাউন্সিলর আমজেদ আলিকে। |
|
|
|
|
|