|
|
|
|
শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দাবি পিটিটিআই ছাত্রছাত্রীদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবিতে মেদিনীপুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি হল বৃহস্পতিবার। পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা রাস্তাও অবরোধ করেন। এর ফলে দুপুরে কেরানিতলা-কালেক্টরেট মোড় রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সংসদ কর্তৃপক্ষের অনুরোধে অবশ্য কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেওয়া হয়। অশান্তি এড়াতে প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে পুলিশ মোতায়েন ছিল। কোনও গোলমাল হয়নি।
বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করেন পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। পরে মিছিল সংসদের সামনে পৌঁছনোর পর বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সব মিলিয়ে ৭ দফা দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। এর মধ্যে রয়েছে সকল পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়া, শিক্ষার অধিকার আইন মেনে রাজ্যে শিক্ষক নিয়োগ করা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব ধরনের অনৈতিক কাজকর্ম বন্ধ করে স্বচ্ছতা আনা প্রভৃতি। |
|
প্রাথমিক সংসদের সামনে বিক্ষোভ। |
প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়া না হলে পিটিটিআই কলেজগুলো বন্ধ করে দেওয়ারও দাবি জানান ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের পক্ষে তুলসী মাসান্ত বলেন, “বহু স্বপ্ন নিয়ে আমরা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হই। কিন্তু, রাজ্য সরকার আমাদের বঞ্চিত করেছে। শিক্ষক নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয়নি।”
প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষায় কেন সিলেবাস বর্হিভূত প্রশ্ন ছিল, সে প্রশ্নও তোলা হয়। বিক্ষোভ, পথ অবরোধের পাশাপাশি ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মুর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। ছাত্রছাত্রীদের বক্তব্য, শুরুতে সংসদের চেয়ারম্যান প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চাননি। তবে, পরে দেখা করেছেন। সংসদের চেয়ারম্যান বলেন, “পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের স্মারকলিপি পেয়েছি। এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করা হবে। দাবিগুলো যেখানে জানানোর জানিয়ে দেব।” |
|
|
|
|
|