কয়েক দিন আগে তোলা না পেয়ে শ্রীরামপুরে বাড়িতে ঢুকে এক প্রোমোটারকে ছুরি নিয়ে আক্রমণ করেছিল দুই দুষ্কৃতী। এ বার একই কারণে দুষ্কৃতীরা গুলি-বোমা ছুড়ল এক ব্যবসায়ীকে লক্ষ করে। বুধবার প্রকাশ্য দিবালোকে শ্রীরামপুর স্টেশনের অদূরে বড়বাগান এলাকায় ওই ঘটনা ঘটেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও সদাব্যস্ত ওই এলাকায় দিনেদুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোনু ঘড়া নামে ওই ব্যবসায়ী শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে সঞ্জয় এবং ভিকি নামে দুই দুষ্কৃতী বোমা এবং রিভলভার হাতে তাঁর বাড়ির সামনে হানা দেয়। সোনুবাবু বাড়ি থেকে বেরোতেই দুষ্কৃতীরা গুলি-বোমা ছুড়ে পালায়।
|
সাপের কামড়ে স্বামীর মৃত্যুর পরে ক্ষতিপূরণের আর্জি নিয়ে বিভিন্ন দফতরে গিয়েও লাভ হয়নি। কেটে গিয়েছে প্রায় ১৪ বছর। শেষে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন হাওড়া জগাছার উনসানি গরপার বাসিন্দা রহমাতুন নেশা। অবিলম্বে ওই মহিলাকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার জন্য কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায় বুধবার রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।
|
চোলাইয়ের বিরুদ্ধে অভিযান |
চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গোঘাটের কুলে, কোটা এবং দেবখণ্ড গ্রামের প্রায় ২০০টি ভাটি ভেঙে দিল পুলিশ। |