টুকরো খবর
বৃদ্ধার ভাতা চালু করতে নড়েচড়ে বসল পুরসভা
অবশেষে নড়েচড়ে বসল পুরসভা। বৃহস্পতিবার বার্ধক্য ভাতার তালিকায় নাম অনশনকারী বৃদ্ধা মোরসুদা বিবির নাম তুলতে পদক্ষেপ করলেন পুর কর্তৃপক্ষ। বারবার আবেদনও করলেও তাঁকে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা না দেওয়ার অভিযোগ তুলেছেন ওই বৃদ্ধা। ভাতার দাবিতে গত মঙ্গলবার মহকুমাশাসকের অফিসের ঢোকার মুখে অনশন শুরু করেন ৬৭ বছরের ওই বৃদ্ধা। প্রায় ৯ ঘণ্টা অনশন চালানোর পরে মহকুমাপ্রশাসনের আশ্বাসে তিনি আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রশাসন ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহকুমাশাসক রত্নেশ্বর রায়ের নির্দেশে দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট বৃদ্ধাকে বুধবার অফিসে আসতে অনুরোধ করেন। পরের দিন বৃদ্ধার ছেলে নুরুল ইসলাম মহকুমাশাসকের দফতরে মায়ের যাবতীয় নথি নিয়ে যান। সেগুলি খতিয়ে দেখার পরে দফতর তাঁকে পুরপ্রধানের কাছে পাঠিয়ে দেয়। এ দিকে, রামপুরহাটের পুরপ্রধান অশ্বিনী তেওয়ারি এ দিনই জানিয়েছেন, ওই বৃদ্ধার ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু হয়েছে। তিনি বলেন, “বোর্ড অফ কাউন্সিলের সভা ডেকে বার্ধক্য ভাতার প্রাপকদের তালিকায় প্রাপকের তালিকায় মোরসুদা বিবির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বৃদ্ধা খুব শীঘ্রই ভাতা পেতে শুরু করবেন।” বস্তুত, ওই বৃদ্ধা অনশন শুরু করার পরেই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়। তখনই প্রথম পুরপ্রশাসন নড়েচড়ে বসে। পুরপ্রধানের অবশ্য দাবি, “সংশ্লিষ্ট কাউন্সিলর এত দিন বার্ধক্য ভাতার জন্য ওই বৃদ্ধার নাম সুপারিশ করেননি, তাই তাঁর ভাতা চালু করা যায়নি। তিনি পুরসভায় মোরসুদা বিবির বিষয়ে জানিয়েছেন। এখন কোনও সমস্যা নেই।”

পুরনো খবর:

বোলপুরে চুরি-ডাকাতি
এক রাতেই চুরি ও ডাকাতির ঘটনা ঘটল বোলপুরে। বুধবার রাতে দু’টি ঘটনা ঘটে। লিখিত অভিযোগের ভিত্তিতে বোলপুর দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং উদ্ধার হয়নি ডাকাতি ও চুরি যাওয়া জিনিসপত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর ওয়ার্ডে ভারতী হাউসে থাকেন বর্ধমানের কালনার বাসিন্দা ভবেশচন্দ্র কুমার। স্ত্রীর অস্ত্রোপচারের জন্য গত ১৮ নভেম্বর থেকে ভবেশচন্দ্রবাবু বাড়ির বাইরে। বর্তমানে সেখানে ওই বাড়ির মালি, স্থানীয় বাসিন্দা পবন লোহার রাতে থাকেন। তিনি বলেন, “বুধবার মাঝ রাতে গ্রিলে ধাক্কার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। দেখি তালা ভেঙে জনা ১২ ঘরে ঢুকে পড়েছে। তাদের মুখ ঢাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই দু’জন ধারালো অস্ত্র দেখিয়ে আমাকে আটকে রাখে। দু’জন বাইরে পাহারা দিচ্ছিল। চিৎকার করলেই প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ওরা। তার পরে আলমারির তালা ভেঙে জিনসপত্র নিয়ে চলে যায়।” বুধবার রাতেই সুরুল লাগোয়া শ্রীনিকেতনের রথীন্দ্রপল্লি থেকে বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের অধ্যাপিকা সুনন্দা মণ্ডলের বাড়িতে চুরি হয়। সুনন্দাদেবী জরুরি কাজে ওই দিন দুর্গাপুরে ছিলেন। পড়শিদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফিরে আসেন তিনি। গয়না, ক্যামেরা-সহ প্রায় ৪ লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে বলে তিনি থানায় অভিযোগে জানিয়েছেন। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

গগনেন্দ্রনাথের ছবি
বিশ্বভারতীতে স্মারক বিক্রয় কেন্দ্রের প্রস্তুতি। —নিজস্ব চিত্র।
এই প্রথম শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবির প্রদর্শনী করার উদ্যোগ নিল বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’র ১০০ বছর পূর্তি উপলক্ষে ওই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার কলাভবনের ‘নন্দন’ প্রদর্শশালায় তার উদ্বোধন করবেন শিল্পী কে জি সুব্রমণ্যম। প্রসঙ্গত, গগন ঠাকুরের আঁকা ছবি বিশেষ মাত্রা দিয়েছিল ‘জীবনস্মৃতি’কে। রবীন্দ্রনাথ নিজেই তার প্রশংসাও করেছিলেন। কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা বলেন, “রবীন্দ্রনাথের ‘জীবন স্মৃতি’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে বিশ্বভারতীতে এই প্রথম গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীতে মোট ৪৭টি ছবি থাকবে।” একই দিনে একটি ‘শু্যভেনির শপ’ চালু করতে চলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কলাভবনের ‘নন্দনে’ স্থিত ওই স্মারক বিক্রয় কেন্দ্রে থাকবে প্রাক্তন-বর্তমান অধ্যাপক ও পড়ুয়াদের নানা শিল্পকর্ম। সেগুলি বিক্রির টাকা মিউজিয়ামের উন্নয়ন তহবিলে জমা করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.