রায়গঞ্জ কলেজের নামের মধ্যে ‘ইউনিভার্সিটি’ শব্দটি প্রয়োগ করা হয়েছে। অথচ ‘রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে’ বিশ্ববিদ্যালয়ের স্তরের কোনও পরিকাঠামোই নেই কেন, সেই প্রশ্নে বামেদের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি রায়গঞ্জে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস তৈরির কথা ঘোষণা করেন। |
বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “কলেজের নাম রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ। অথচ বিশ্ববিদ্যালয় স্তরের পরিকাঠামো তৈরি করা হয়নি। নামের মধ্যে ইউনিভার্সিটি কথাটা ঢোকালেই বিশ্ববিদ্যালয় হয় না। আমরা রায়গঞ্জে আলাদা জায়গা চিহ্নিত করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তৈরি হবে। একটি বিশ্ববিদ্যালয়ে যা পরিকাঠামো থাকা দরকার, যে ধরনের পড়াশোনা হওয়া দরকার তা সবই সেখানে হবে। ২০১৫ সালের মধ্যে ওই ক্যাম্পাস চালু হয়ে যাবে।”
এ দিন মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে একাধিক পলিটেকনিক ও আইটিআই কলেজ তৈরির কাজ যথাসময়ে সম্পূর্ণ করার উপরেও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানি দেন, উত্তর দিনাজপুরের দশম শ্রেণির স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ ও মাদ্রাসাগুলিকে সরকারি অনুমোদন দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ক্যাম্পাস’ তৈরি হওয়ার ঘোষণায় খুশি এলাকার পড়ুয়ারা। কারণ, বর্তমানে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে বাংলায় স্নাতকোত্তর পাঠক্রম পড়ানো হলেও অন্য কোনও বিষয় নেই। তা ছাড়া ওই কলেজ সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় রয়েছে। ওই কলেজের কোনও পরিচালন সমিতি নেই। একটি উপদেষ্টা পর্ষদের মাধ্যমে কলেজটি চালায় বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। |
রায়গঞ্জের কর্ণজোড়ায় মুখ্যমন্ত্রী। বুধবার তরুণ দেবনাথের তোলা ছবি। |
অন্য কলেজে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকতে পারেন, নিয়োগ করতে পারেন, সেখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের মুখাপেক্ষী। অথচ কলেজের সব শিক্ষক-শিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ের সমতুল্য মাইনে পান না বলে অভিযোগ রয়েছে। সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, বিশেষজ্ঞরা কিন্তু সচরাচর পড়াতে যান না। সে জন্য উত্তর দিনাজপুরের কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে বহুবার বিশ্ববিদ্যালয়ের সমতুল্য পড়াশোনার পরিকাঠামো তৈরির আবেদন জানালেও কাজের কাজ হয়নি বলে অভিযোগ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস জলপাইগুড়িতে হচ্ছে। তেমনই বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রায়গঞ্জে হবে। এতে স্রেফ নামে ইউনিভার্সিটি শব্দটি দিয়ে এলাকার লোকজনকে ঠকানোর দিন ফুরোবে।” |