যুবককে থানার হাজতে দু’দিন আটকে রেখে মারধর করার ঘটনায় এবার অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে সরব হল ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া নামে একটি সংগঠন। বুধবার ওই সংগঠনের প্রতিনিধি দল জলপাইগুড়িতে গিয়ে পুলিশ সুপারের দফতরে দাবি জানিয়েছেন। ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়ার ধূপগুড়ি ব্লকের সম্পাদক আমির হোসেন বলেন, “যে ভাবে পুলিশ ওই যুবককে দু দিন হাজতে বন্দি করে লাঠি পেটা করেছে তা সভ্য সমাজে কিছুতেই মানা যায় না। যুবক ও তার পরিবার রাজনৈতিক নেতাদের একাংশের চাপে অভিযোগ জানাতে ভয় পাচ্ছে।” ১৯ নভেম্বর রাতে ধূপগুড়ির সোনাখালি থেকে বাবলু রহমান নামে এক যুবককে পুলিশ গাড়ি চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সেই রাত থেকে পর দিন রাতে কয়েক দফা ওই যুবককে ধূপগুড়ি থানার এক সাব ইনেস্পেক্টার লক আপে লাঠিপেটা করে বলে পুলিশ কর্তাদের কাছে অভিযোগ আসে। বাবলুর কাছ থেকে গাড়ি চুরির ঘটনার বিষয়ে তথ্য না পেয়ে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ দায়ের করে, সে দিনই পরিবারের লোকজনের আতে তাকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। বাবলুর কথায়, “বিনা দোষে যে ভাবে আমাকে মারা হয়েছে, তা মেনে নিতে পারছি না।” পুলিশের বিরুদ্ধে এখনও কেন তিনি অভিযোগ করছেন না? সে বিষয়ে বাবলু বলেন, “গ্রামবাসীরা আমার পাশে। তাদের থেকে অভিমত নেওয়ার পর আমি অভিযোগ জানাব।” বাবলুর দাদা মহিবর আলমের কথায়, “গ্রামের কয়েক জন নেতা আমাদের চিকিসার খরচ দেবে বলে অশ্বাস দিয়েছেন।” জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “মারধর করার ঘটনা নিয়ে তদন্ত চলছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না।” |