এলাকার উন্নয়নের দাবিতে, একে অন্যের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল কংগ্রেস এবং তৃণমূল। বুধবার দু’দলের তরফেই জলপাইগুড়ি শহরের উন্নয়নের দাবিতে ডিসেম্বর মাসে আন্দোলনের কথা জানানো হয়েছে। জেলা সদরকে উন্নয়নে বঞ্চিত করেছে রাজ্য সরকার, সে কারণে কয়েক দফা দাবিতে ডিসেম্বর মাস জুড়ে অবরোধ-পথসভা-বিক্ষোভ কর্মসূচি হবে। অন্য দিকে তৃণমূলের তরফে অভিযোগ, কংগ্রেস পরিচালিত পুরসভায় অনিয়ম চলছে। শহরের উন্নয়ন নিয়ে পুর কর্তৃপক্ষ উদ্যোগী নয় বলে অভিযোগ করে আগামী মাসে পুরসভা ঘেরাও কর্মসূচির কথা জানিয়েছে তৃণমূল। জলপাইগুড়ি ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “জলপাইগুড়ির জন্য পৃথক উন্নয়ন পর্ষদ চাই। পুরসভাকে কর্পোরেশন ঘোষণা করা সহ অনান্য দাবিতে, আগামী মাসে আন্দোলন শুরু হবে। শহর জুড়ে পথসভা হবে। সেই সভায় জলপাইগুড়ি শহরকে বঞ্চনার তথ্যও তুলে ধরা হবে।” ২ ডিসেম্বর মাসে শহরে মহা-মিছিল করে জেলাশাসকের দফতর অভিযান হবে বলে কংগ্রেস জানায়। মাদ্রাসা মাঠে কেন্দ্রীয় সমাবেশও করা হবে বলে দলের তরফে এ দিন জানানো হয়েছে। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “জলপাইগুড়ির জন্যে পৃথক উন্নয়ন পর্ষদ গড়া হলে তো প্রতিটি জেলায় একটি করে উন্নয়ন পর্ষদ তৈরি করতে হবে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ৫০ ভাগ টাকা জলপাইগুড়ির জন্যে ব্যয় করার প্রস্তাব দিয়েছি। কংগ্রেস পরিচালিত পুরসভা কোনও উন্নয়নের কাজ-ই করছে না। সে কাজ করলে শহরের চেহারাটা অন্য রকম হত।” তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের বরাদ্দে যথাযথ ভাবে শহরের উন্নয়নের জন্য পদক্ষেপ করা এবং পুরসভার বিভিন্ন অনিয়মের তদন্তের দাবিতে আগামী মাসে জলপাইগুড়ি পুরসভা ঘেরাও করবে তৃণমূল। |