টুকরো খবর |
হকারদের পুনর্বাসনে মন্ত্রীর নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
দার্জিলিঙের হকারদের পুনর্বাসনের জন্য বাজারভবন তৈরির জমি চিহ্নিত করতে বৈঠক ডাকতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম। আগামী ২৯ নভেম্বর দার্জিলিঙের জেলাশাসককে বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দার্জিলিঙের পুর্নবাসনের জন্য বিবেচিত হকারদের তালিকা তৈরি করতে দার্জিলিং পুরসভার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দার্জিলিং পুরসভার চেয়ারম্যান অমর রাই কলকাতায় গিয়ে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মন্ত্রী ও চেয়ারম্যানের মধ্যে হকার পুনর্বাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এ দিন বৈঠকের পরে পুরসভার চেয়ারম্যান বলেন, “মন্ত্রীর সঙ্গে আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে। আমরা বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তার মধ্যে হকার-পুনর্বাসনের প্রকল্পও ছিল। মন্ত্রী প্রকল্প অনুমোদন করে, দ্রুত রূপায়ণে পদক্ষেপ করেছেন।”
|
জামিন খারিজ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত সোমনাথ দত্তের জামিনের আবেদন খারিজ করে দিল জলপাইগুড়ি জেলা আদালত। বুধবার অভিযুক্তকে জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজেস্ট্রেটের এজলাশে তোলা হয়। বিচারক চৌধুরী হেফাজত করিম অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১০ ডিসেম্বর অভিযুক্তকে ফের আদালতে হাজির করাতে বিচারক নির্দেশ দিয়েছেন বলে সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন। ওই দিনই সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। একই সঙ্গে সাংসদ কুণাল ঘোষকেও সেদিন আদালতে হাজির করতে বিচারক নির্দেশ দিয়েছেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।
|
পাল্টা দাবি
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও টহলদারির কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করা বা অন্য কোনও কাজে কেন্দ্রীয় বাহিনীকে সামিল করা হয়নি বলেই দাবি করেছে সিআরপি-র ডিআইজি। দার্জিলিঙের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে পাঠানো চিঠিতে সিআরপি সূত্রে এমনই দাবি করা হয়েছে। সম্প্রতি, পাহাড়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার তদন্ত দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল দার্জিলিঙের ওই মানবাধিকার সংগঠন। সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক লোচন গুরুঙ্গ বলেন বলেন, “সিআরপির তরফে দাবি করা হয়েছে তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্ত ছিলেন না। সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। গত অগস্ট মাস থেকে রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিও পাহাড়ে অভিযান চালিয়ে বহু নিরপরাধ বাসিন্দাকে গ্রেফতার, হয়রান করেছে। এর প্রতিবাদে ডিসেম্বর মাসে আমরা পাহাড়ে মোমবাতি মিছিল করব।”
|
কাজ বন্ধ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নিম্ন মানের কাজের অভিযোগ তুলে জলাধার তৈরি বন্ধ করল গ্রামবাসী। বুধবার সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের দক্ষিণ সোনাপুরে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকারকে প্রায় দু’ঘণ্টা ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, নিম্ন মানের উপাদান দিয়ে কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করায় বুধবার সেখান থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার কাজ শুরু হয়। মহকুমা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী বাস্তুকার অশিস গঙ্গোপাধ্যায় বলেন, “বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে বিক্ষোভও দেখানো হয়। ভুল বোঝাবুঝিতে এই ঘটনা ঘটেছে।”
|
নয়া সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মালবাজার শহর কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন মিঠু মুখোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি মোহন বসু লিখিত ভাবে মিঠুবাবুকে ওই দায়িত্ব দিয়ে চিঠি পাঠিয়েছেন। গত সোমবার কলকাতায় রাজ্য তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন মালবাজার পুরসভার কাউন্সিলর তথা শহর কংগ্রেস সভাপতি সুলেখা ঘোষ। মিঠুবাবু জানিয়েছেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সার্বিক উন্নয়নের দাবিতে কংগ্রেস লাগাতার আন্দোলন শুরু করবে।
|
শিক্ষকদের দলবদল
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে ২০ জন শিক্ষক বাম শিক্ষক সংগঠন ওয়েবকুটা ছেড়ে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওয়েবকুপায় যোগ দিলেন। বুধবার সাংগঠনিক সভাপতি গোবিন্দ রাজবংশী এই দাবি করে বলেন, “কলেজে ইউনিট কমিটি গড়া হয়েছে। হরিপদ পালকে আহ্বায়ক হয়েছেন।” ওয়েবকুটার জেলা কমিটি সভাপতি জলি বিশ্বাস বলেন, “এ নিয়ে আমাদের কাছে তথ্য নেই।”
|
খো-খো খেলা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
উত্তরবঙ্গ অনূর্ধ্ব ১৭ খো খো প্রতিযোগিতা হবে মালবাজারে। আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর মালবাজারের রেলওয়ে ময়দানে। মালবাজার খো খো অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সমীরণ দত্ত জানান, পুরুষ ও মহিলা বিভাগে ওই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের ৬ জেলার প্রতিনিধিরা যোগ দেবেন।
|
ট্রেনে কাটা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে।
|
অসুস্থ দম্পতি |
মদের দোকান থেকে বিক্রিত মেয়াদ পেরিয়ে যাওয়া বিয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক দম্পতি এই অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের শামুকতলায়। স্থানীয় দোকান থেকে ৮ মাস আগে মেয়াদ পেরিয়ে গিয়েছি দুটি বিয়ারের বোতল বিক্রি করা হয়েছিল বলে দম্পতির অভিযোগ। সোমবার রাতের ঘটনার পরে, কিছুটা সুস্থ হয়ে উঠে বুধবার শামুকতলা থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। |
|