টুকরো খবর
নতুন বাস রুট
ডোমজুড় থেকে নিউ টাউন পর্যন্ত বাস রুট চালু করল রাজ্য পরিবহণ দফতর। বুধবার ডোমজুড় বাসস্ট্যান্ড থেকে ওই রুটের সূচনা করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। মন্ত্রী জানান, এত দিন ডোমজুড় থেকে রাজারহাট, নিউ টাউন কিংবা সল্টলেক যেতে হলে দু’-তিন বার বাস পাল্টাতে হতো। কিন্তু ডোমজুড় ও পার্শ্ববর্তী এলাকা থেকে কলকাতার ওই সব জায়গায় যাওয়ার চাহিদা ক্রমশ বাড়ছিল। তাই এই নতুন বাস রুট। তিনি বলেন, “এই রুটে রোজ ২৫টি বেসরকারি বাস চলবে। তবে এই মুহূর্তে ১৬টি বাস চালু করা হল। ডোমজুড় থেকে সলপ, কোনা এক্সপ্রেসওয়ে, বিদ্যাসাগর সেতু, পার্ক সার্কাস, নিকো পার্ক হয়ে বাসটি নিউ টাউন পৌঁছবে।” বাসিন্দাদের দাবি মেনে এ দিন বাগনান থেকে বারাসত পর্যন্ত একটি বাস রুটও অনুমোদন করেন পরিহণমন্ত্রী। এ ছাড়াও, হাওড়ার গ্রামাঞ্চলের রাস্তায় ছোট বাস চালুর জন্য পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন জানান স্থানীয় বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।

নবান্নমুখী মিছিল রুখল পুলিশ
বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসন মঙ্গলবারেই জানিয়েছিল, সরকারি কর্মীরা নবান্ন চত্বরে কোনও রকম মিটিং-মিছিল বা অবস্থান-বিক্ষোভ করতে পারবেন না। কিন্তু নির্দেশ অমান্য করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়)-এর কর্মী-সমর্থকেরা বুধবার নবান্ন অভিযানে নামেন। পুলিশ অবশ্য তাঁদের নবান্নের প্রায় ৫০০ মিটার আগেই বিক্ষোভকারীদের আটকে দেয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, বকেয়া মহার্ঘ ভাতা চেয়ে ও তাদের দুই কর্মকর্তার বদলি তোলার দাবিতেই এই আন্দোলন।

পুরনো খবর:
নয়া বিশ্ববিদ্যালয়
রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে তৃণমূল সরকার। সেটি হবে বাঁকুড়ায়। বুধবার বিধানসভায় এই মর্মে একটি বিল পাশ হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এটি হবে রাজ্যের ২৪তম বিশ্ববিদ্যালয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.