আগামী বছরেই স্নাতকোত্তরে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু করা যাবে কি না, উচ্চশিক্ষা সংসদের কাছে তা জানতে চেয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সম্প্রতি সংসদের কাছে চিঠি পাঠিয়ে এ কথা জানতে চান ওই দফতরের এক কর্তা। সংসদ এখনও সেই চিঠির উত্তর দেয়নি। তবে তারা মনে করছে, আগামী বছরেই ওই পদ্ধতিতে ছাত্র ভর্তির ব্যবস্থা চালু করা সম্ভব নয়। সব দিক বিবেচনা করে ২০১৫ থেকে অভিন্ন প্রবেশিকার মাধ্যমে ভর্তি চালু করার সুপারিশ করা হবে বলে সংসদ সূত্রের খবর।
অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ছাত্র ভর্তি চালু করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে গত বছর। ২০১৩-’১৪ শিক্ষাবর্ষেই তা চালু হওয়ার কথা ছিল। এই ব্যাপারে আলাপ-আলোচনাও হয়েছে। কিন্তু যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ছাত্র ভর্তিতে আপত্তি জানায়। তা ছাড়া কোন সংস্থা এই পরীক্ষা নেবে, সেটাও এখনও ঠিক করা যায়নি। তার জেরে এই শিক্ষাবর্ষে অভিন্ন প্রবেশিকা চালু হয়নি।
এই পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষে ওই পদ্ধতিতে ভর্তি চালু করতে উদ্যোগী হয় উচ্চশিক্ষা দফতর। কী ভাবে তা কার্যকর হবে, সেই সংক্রান্ত রূপরেখা তৈরি করে জমা দিতে বলা হয় সংসদকে। মাস দেড়েক আগে দফতরের কাছে সেই রূপরেখা পেশ করেছে সংসদ। তা পাওয়ার পরে সম্প্রতি সংসদের কাছে ওই চিঠি পাঠিয়েছেন দফতরের এক কর্তা। দফতর সূত্রের খবর, সংসদের উত্তর এলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হবেন তাঁরা।
কিন্তু সংসদ কী বলছে?
সংসদের এক কর্তা জানান, কয়েকটি বিষয়ের সুরাহা হয়নি। আর তা না-হওয়া পর্যন্ত অভিন্ন প্রবেশিকা নিয়ে ভর্তির ব্যবস্থা করা যাবে না।
সেই বিষয়গুলো কী? ওই সংসদ-কর্তা বলেন, “স্নাতকোত্তরে প্রতিটি বিষয়ে বিশেষ ভাবে পড়ার জন্য (স্পেশ্যালাইজেশন) অনেক ক্ষেত্র থাকে। অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যাপারে তাই কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন, পরীক্ষা হবে কোন বিষয়ে? কী রকম প্রশ্ন হবে? কে পরীক্ষা নেবে? এগুলো ভেবে দেখা দরকার।” তিনি জানান, প্রায় চার লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়ে স্নাতকোত্তরে ভর্তি করার মতো পরিকাঠামো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা কলেজ সার্ভিস কমিশনের নেই বলে ওই সব সংস্থা জানিয়েছে। তাই কোনও বেসরকারি সংস্থাকে এই কাজের দায়িত্ব দিতে হবে। কিন্তু তার আগে এই কাজের পদ্ধতি ঠিক করা দরকার। তাই সব দিক বিবেচনা করে ২০১৫-র আগে অভিন্ন প্রবেশিকা চালু করা সম্ভব নয় বলেই মনে করছে সংসদ। উচ্চশিক্ষা দফতরের চিঠির জবাবে সে-কথাই জানিয়ে দেবেন তাঁরা। |