টুকরো খবর
ভল্ট ভাঙতে ব্যর্থ দুষ্কৃতীরা
দরজার তালা ভেঙে ব্যাঙ্ক চত্বরে ঢুকেছিল দুষ্কৃতীরা। ভিতরে ঢোকার জন্য অনেক কসরৎ করে ঘুলঘুলির মোটা রডও তারা কেটেছিল। শেষ পর্যন্ত ব্যাঙ্কের ভিতরে ঢুকেও কিছুই হাতাতে পারল না তারা। লকার ভাঙতে না পারায় দুষ্কৃতীরা পণ্ডশ্রম করে খালি হাতে ফিরে গেল। আর তাতেই অক্ষত থেকে গেল ওই ব্যাঙ্কে জমা থাকা গ্রাহকদের টাকা। পুরুলিয়া মফস্সল থানার লাগদার একতি গ্রামীণ ব্যাঙ্কের শাখায় মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হানা দিয়ে ছিল। ওই ব্যাঙ্কের শাখা প্রবন্ধক তাপস বিদ বলেন, “এ দিন ব্যাঙ্ক খুলতে গিয়ে দেখা যায় ভিতরে মেঝেতে কিছু কাগজপত্র ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে রয়েছে। পিছনের দিকে ঘুলঘুলির রড কাটা, কয়েকটি তালাও ভাঙা রয়েছে। তখনই বোঝা যায়, রাতে ব্যাঙ্কে দুষ্কৃতীরা ঢুকেছিল। তবে লকার তারা ভাঙতে পারেনি। কিছু খোয়াও যায়নি।” ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরে পুরো ঘটনাটি পুলিশকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা
মানবাজার চক্রের প্রাথমিক পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা হল বুধবার। মানবাজার ব্লক অফিসের মাঠে ৫৮টি প্রাথমিক ১০টি শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা প্রতিযোগিতায় যোগ দেয়। মোট ২৮টি ইভেন্টের খেলা হয়। অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি জানান, আগামী ডিসেম্বর বোরো থানার জামতড়িয়ায় অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতা হবে। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মাহাতো।

পাত্রসায়রে ফুটবল
পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতা সাবারবার্ন একাদশ। শনিবার হাটকৃষ্ণনগর হাইস্কুল ফুটবল মাঠে ফাইনালে তারা হুগলির রিষড়া স্পোর্টিং ক্লাবকে - গোলে হারায়। প্রতিযোগিতায় চারটি দল যোগ দিয়েছিল। ফাইনাল দেখতে এসেছিলেন স্থানীয় বিডিও অপূর্বকুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায়।

চেক বিলি, নেই সাড়া
ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পের ‘ওয়াটার করিডরে’ অনিচ্ছুক জমি মালিকদের ক্ষতিপূরণের চেক বিলির শিবিরের প্রথম দিনে সাড়া মিলল না। বুধবার পুরুলিয়ার রঘুনাথপুরে কোনও জমি মালিকই চেক বা টাকা নিতে আসেননি। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার বলেন, “প্রথম দিনে কেউ না এলেও আরও দু’দিন শিবির চলবে।” এর আগেও তিন দিন শিবির করে বিশেষ সাড়া মেলেনি। ফলে, বিদ্যুৎ প্রকল্পটিকে ঘিরে জট থেকেই যাচ্ছে।

রাইপুরে ফুটবল
জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট ২০১৩ - রাইপুর থানা জোনের প্রথম পর্যায়ের খেলা শুরু হল বুধবার। প্রতিযোগিতার পুরুষ মহিলা বিভাগে ৪২টি করে দল যোগ দিয়েছে। রাইপুরের বক্সি ক্রীড়া সঙ্ঘের মাঠে খেলাগুলি হচ্ছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

স্কুলে অনুষ্ঠান
বাঁকুড়ার বিকনায় ডিএভি পাবলিক স্কুলের সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান প্রদর্শন করে। স্কুলের কয়েকশো পড়ুয়া অভিভাবক উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.