টেটে উত্তীর্ণ না হওয়ায় প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীদের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে। বাঁকুড়ার পরে এ বার পুরুলিয়ার মানবাজারের মাঝিহিড়া শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে বুধবার বিক্ষোভ দেখালেন প্রাক্তন ছাত্ররা। অধ্যক্ষ -সহ শতাধিক পড়ুয়াকে তাঁরা তালাবন্ধ করে রাখেন। চার ঘণ্টা আটকে রাখার পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরে তাঁরা তালা খুলে দেন।
এ দিন সকাল ১১টায় ওই কলেজের মূল দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখানে শুরু করেন প্রাক্তনীরা। অবিলম্বে তাঁদের চাকরি দেওয়ার দাবিতে স্লোগান চলে। হাতে লেখা ছিল পোস্টার। পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। প্রাক্তন ছাত্র অসীম চন্দ, প্রিয়ন্ত হালদার, রবীন মণ্ডল বলেন, “লক্ষ -লক্ষ টাকা খরচ করে আমরা এখানে প্রশিক্ষণ নিয়েছি। আমরা জানতাম প্রশিক্ষণ প্রাপ্তদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রশিক্ষণ প্রাপ্তও বসে থাকবে না বলে জানতাম। কিন্তু টেট পরীক্ষায় আমাদের আটকে দেওয়া হল। অথচ আমাদের থেকে কম মেধা সম্পন্ন ছেলেমেয়েরা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও উত্তীর্ণ হল কী করে?”
কলেজের অধ্যক্ষ পি সি রথ বলেন, “প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেতে হলে টেট পরীক্ষায় পাশ করতেই হবে। এটাই সরকারি নিয়ম। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।” তিনি জানান, ওই কর্মপ্রার্থীদের দাবি তিনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে জানাবেন। জেলা বিদ্যালয় (প্রাথমিক ) পরিদর্শক বৃন্দাবন দাস বলেন, “এ বিষয়ে আমাদের কিছু করার নেই।” |