প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা আনিসুর রহমানের নেতৃত্বে হালিশহরে আক্রান্ত সিপিএম কাউন্সিলরদের বাড়িতে গেলেন বামফ্রন্টের প্রতিনিধি দল। সূর্যকান্ত মিশ্র ও রেজ্জাক মোল্লা আসবেন বলে শোনা গেলেও তাঁরা শেষ পর্যন্ত আসেননি। তৃণমূলের মদতে পুষ্ট দুষ্কৃতীরাই ওই হামলা চালিয়েছিল বলে সিপিএমের অভিযোগ। কিন্তু এলাকায় গিয়েও বাম নেতারা মোকাবিলার কোনও দিশা দেখাতে পারলেন না।
বুধবার বিকেলে ন’জনের দলটি উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আক্রান্ত সিপিএম কাউন্সিলর ভাগীরথী প্রসাদ এবং ২৩ নম্বর ওয়ার্ডের রামচন্দ্র প্রসাদের বাড়িতে যান। দুই কাউন্সিলর ও তাঁদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের কাছে নিরাপত্তাহীনতা ও ফের আক্রান্ত হওয়ার আতঙ্কে দিন কাটানোর কথা বলেন সিপিএম কাউন্সিলরেরা। বাম প্রতিনিধি দলের সদস্যেরা সহমর্মিতা জানালেও পরিস্থিতি মোকাবিলা করার প্রশ্নে কার্যত চুপ করে যান। |
আনিসুর (বাঁদিকে) ও বিধানসভার প্রতিনিধি দল।—নিজস্ব চিত্র। |
গত রবিবার রাতে হালিশহরের আট সিপিএম কাউন্সিলর আক্রান্ত হলেও বাকি কাউন্সিলরদের বাড়িতে যাননি প্রতিনিধিরা। নিরাপত্তার কারণে পুলিশ তাঁদের বারণ করেছে বলে জানান আনিসুর। ১৭ নম্বর ওয়ার্ডের ঘরছাড়া কাউন্সিলর শম্ভু ঘোষ অভিযোগ করেন, “দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে। ভয়ে ইস্তফা দিয়েছেন কাউন্সিলরেরা। দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।” পরে নৈহাটি থানায় যায় প্রতিনিধি দলটি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সন্ধ্যায় ব্যারাকপুরে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ তদন্ত ও বাম নেতা-কর্মীদের নিরাপত্তাহীনতার কথা জানান তাঁরা। আনিসুর বলেন, “ভয়ে অনেকে বাড়িছাড়া। ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। দল আক্রান্তদের পাশে থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে চলতে হচ্ছে আমাদের।” পুলিশ কমিশনার বিশাল গর্গ তাঁদের নিরাপত্তার আশ্বাস দেন। |