|
|
|
|
পাকা ধান জমিতে জল, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পাকা ধানে জল! পাম্পের সাহায্যে পুকুর থেকে জল তুলে পাকা ধান জমিতে জল দেওয়ার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এগরা ২ ব্লক-এর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াপাড়া গ্রামে। অভিযোগ, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নয়াপাড়া গ্রামের সুরেশ মাইতি, শরৎ মাইতি ও তাঁর দুই ছেলে রাজেশ ও দ্বিজেন মাইতি তাঁদের পুকুর সংলগ্ন প্রায় ১০০ বিঘা পাকা ধান জমিতে জল ছেড়ে দেন। ফসল তোলার মুখে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় কৃষকরা ফসল কাটতে পারছেন না। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মন্টু জানা, রতন পাত্র, সঞ্জয় মহান্তিরা জানান, “আমরা চাষ করে খাই। এ ভাবে পাকা ধানের জমিতে জল ঢুকিয়ে দেওয়ায় ফসল কাটতে পারছি না। জানি না কবে ফসল তুলব।” বুধবার কেউ কেউ হাঁটু জলেই ধান কেটেছেন। |
|
জমা জলের মধ্যেই চলছে ধান কাটার কাজ। ছবি: কৌশিক মিশ্র। |
অভিযুক্ত পরিবারের রাজেশ মাইতির অভিযোগ, “সম্প্রতি আমাদের পুকুরে কে বা কারা বিষ দিয়েছিল।” তবে ওই বিষের পাল্টা হিসাবে জল ছাড়ার কথা মানতে চাননি তিনি। তাঁর দাবি, “আমরা মৌখিক ভাবে ওই মাঠের কৃষকদের অনুমতি নিয়ে জল ছেড়েছিলাম।” যদিও ক্ষতিগ্রস্ত কৃষকরা তা অস্বীকার করেছেন।
সমস্যার সমাধানে ক্ষতিগ্রস্ত চাষিরা এগরা ২ ব্লকের বিডিও, কৃষি আধিকারিক ও এগরা থানায় বিষয়টি জানান। বিডিও বলেন, “আমার কাছে অভিযোগ আসার পর তা খতিয়ে দেখে চাষিদের এগরা থানায় অভিযোগ জানাতে বলি।”
এগরার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় জানান, “লিখিত অভিযোগ না পেলেও, এলাকাবাসীর একাংশের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র পেয়েছি। অভিযুক্তদের আলোচনায় ডাকা হয়েছে। তাঁরা দু’দিন সময় চেয়েছেন।” |
|
|
|
|
|