নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ক্ষয়াটে দেওয়ালে সিমেন্টের প্রলেপ পড়ল। ডেনিস-সহায়তায় এ বার শ্রীরামপুরের দুই শতাব্দী প্রাচীন স্থাপত্য সেন্ট ওলাফ গির্জার সংস্কারের কাজ শুরু হল। ডেনমার্কের ঔপনিবেশিক এক শহরে সে যুগের প্রাচীন স্থাপত্যগুলি সংস্কারের যে কাজ শুরু হয়েছে, এটি তারই অঙ্গ। বুধবার সকালে নাতিদীর্ঘ এক অনুষ্ঠানে কাজের সূচনা করেন কলকাতার বিশপ অশোক বিশ্বাস। ছিলেন ডেনমার্কের জাতীয় মিউজিয়ামের (এনমিডি) প্রতিনিধি বেনটে উলফ, ফ্লেমিং অ্যালান্ড এবং রাজ্য হেরিটেজ কমিশন ও শ্রীরামপুর মহকুমা প্রশাসনের কর্তারা। |
কাজের সূচনা লগ্নে। ছবি: প্রকাশ পাল।
|
আঠারোশো সালের গোড়ায় শ্রীরামপুরের তৎকালীন ডেনিস গভর্নর ওলি বি’র সময়ে ওই গির্জার কাজ শুরু হয়েছিল। বছর পাঁচেক পরে সেই কাজ শেষ হয়। ইতিহাসবিদরা জানান, পুরনো আমলে সুউচ্চ ওই স্থাপত্যের চূড়ায় বসানো ঘড়িটি গঙ্গার ওপারে ব্যারাকপুর থেকেও দেখা যেত। কালের নিয়মে অবশ্য গির্জাটি জীর্ণ হয়ে পড়ে। সংরক্ষণের দায়িত্বে থাকা শ্রীরামপুর কলেজ কর্তৃপক্ষ কয়েক বছর আগে ভবনটি বিপজ্জনক বলে ঘোষণা করেন। শেষ পর্যন্ত এনএমডি, এ রাজ্যের হেরিটেজ কমিশন এবং হুগলি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংস্কারের কাজ শুরু হল। |