টুকরো খবর
হামলায় জড়িতদের ধরার দাবি
দলের নেতা-কর্মীদের উপরে হামলায় অভিযুক্তদের গ্রেফতারে দাবিতে পথ অরবোধ করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বুধবার রায়নার পলশনা বাজারে অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, সিপিএমের হামলায় দলের চার নেতা কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার হামলায় জড়িত অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে। রায়না ১ ব্লকের সভাপতি তৃণমূলের শৈলেন্দ্রনাথ সাইয়ের অভিযোগ, পুলিশ প্রধান অভিযুক্তদের গ্রেফতার করছে না। তারা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ বলছে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দোষিদের গ্রেফতারের দাবি জানিয়ে এ দিন কয়েকশো তৃণমূল সমর্থক বর্ধমান-মুথাডাঙা রোডের পলাশন বাজারের সামনে ঘণ্টা দু’য়েক পথ অবরোধ করে। পরে পুলিশ দোষিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। রায়না থানা সূত্রে বলা হয়েছে, বুধবার বিকেলে প্রায় ৪০০ তৃণমূলের সমথর্ক ওই ঘটনায় জড়িত সিপিএমের নেতাদের গ্রেফতারের দাবিতে মিছিল করেন। তারা সিপিএমের দখলে থাকা এলাকায় ঢুকতে চেষ্টা করলে পুলিশ মিছিলের পথ রোধ করে। তারপরেই তৃণমূলের সমর্থকেরা প্রায় ৪০ মিনিটের জন্য পথ অবরোধ করেন।

ক্লাস হল না ইউআইটিতে
বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজিতে ক্লাস হল না বুধবারও। তৃতীয় ও পঞ্চম সেমেস্টার পরীক্ষার জন্য এ দিন ছিল ফর্ম ফিলআপের প্রথম দিন। সেটিও হয়নি। উল্টে বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে। শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন সমস্ত শিক্ষাকর্মীরাও। বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা সমানে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারী শিক্ষক ও কর্মীরা জানান, তাঁরা দাবিগুলি উচ্চ শিক্ষামন্ত্রী-সহ রাজ্যপাল তথা আচার্যের কাছে পাঠিয়েছেন। তাঁদের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও উপাচার্য দেখা করতে চাননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাননি। বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও জানান তাঁরা। রেজিস্ট্রার অবশ্য বিক্ষোভ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “যা বলার উপাচার্য বলবেন।” তবে উপাচার্য বর্ধমানে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। বুধবার পূর্বস্থলী ২ ব্লকের পাটুলির ঘটনা। মৃত যুবকের নাম হারাধন নন্দী (৩৫)। বাড়ি পাটুলীর নতুনপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হারাধনবাবুর সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তি হয়। তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। সকালে নিজের ঘরে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে গ্রামবাসীরা দেহটি দাহ করার জন্য পাশের শ্মশানে নিয়ে যায়। সেখানে যখন শবদেহ পোড়ানোর প্রস্তুতি চলছে তখন খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আনে। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

চাঙড় খসে মৃত্যু
ছাদের চাঙর খসে পড়ায় মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম সোমা সিংহ (৪৬)। বোরহাটের তিওয়ারিগলির বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পুরনো বাড়ির ছাদ থেকে একটি বিশাল চাঙর খসে পড়ে ঘুমন্ত সোমাদেবীর গায়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও সেখানেই সকাল আটটা নাগাদ মারা যান তিনি।

অটো চলাচলে নিষেধাজ্ঞা
ছবি তুলেছেন মধুমিতা মজুমদার।
রিকশা চালকদের স্বার্থে শহরে অটো চলাচলে নিষেধাজ্ঞা, মোটর ভ্যানে যাত্রী চলাচল বন্ধ করার দাবিতে বুধবার মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দিল আইএনটিটিইউসি। মিছিলও করে। আইএনটিটিইউসি নেতারা জানান, কালনা শহর থেকে কৃষ্ণদেবপুর, সমুদ্রগড় থেকে হেমায়েতপুর মোড় ও বর্ধমান রুটে বুলবুলিতলা পর্যন্ত মোটরভ্যানে নিয়মিত যাত্রী পরিবহন করা হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকেরা। মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, “দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.