টুকরো খবর |
রঘুনাথপুরে আজ চেক বিলি করবে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পের ‘ওয়াটার করিডর’-এ অনিচ্ছুক জমি-মালিকদের জন্য ফের চেক দেওয়ার শিবির করছে পুরুলিয়া জেলা জমি অধিগ্রহণ দফতর। প্রশাসন সূত্রের খবর, আজ, বুধবার থেকে তিন দিনের ওই শিবির হবে প্রকল্প এলাকার অদূরে, নিতুড়িয়া ব্লকের ভালডুবি কমিউনিটি হলে। স্থানীয় রায়বাঁধ ও গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ১১টি মৌজার অনিচ্ছুক জমি-মালিকদের চেক দেওয়া হবে। এর আগে আগে তিন দিন শিবির করেও সাফল্য পায়নি প্রশাসন। এখনও ক্ষতিপূরণের টাকা ও চেক নেননি প্রায় সাড়ে সাতশো জমি-মালিক। ওই তিন দিনে ক্ষতিপূরণ নিয়েছেন মাত্র ২৪ জন। এই অবস্থায় ফের ক্ষতিপূরণের চেক দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও, কতটা সাড়া মিলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তা ছাড়া, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিপূরণের পরিমাণ খুব বেশি নয়। অনেক জমি-মালিক আবার দূরে থাকেন। জেলা তৃণমূলের এক নেতা জানিয়েছেন, অনিচ্ছুক জমি-মালিকদের কাছে ক্ষতিপূরণ নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।
পুরনো খবর: কারখানা নিয়ে বৈঠক
|
শিক্ষক নিগ্রহের নালিশ
নিজস্ব সংবাদদাতা •বরাবাজার |
স্কুল থেকে ফেরার পথে এক প্রধান শিক্ষক ও স্কুলের করণিককে মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলের ঘটনা। রাতেই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় সিন্দরি হাইস্কুলের প্রধান শিক্ষক অমিয় মাহাতো। তাঁর অভিযোগ, “সোমবার বিকেলে স্কুল সেরে বাড়ি যওয়ার মুখে সিন্দরির বাসিন্দা জামালুদ্দিন সাবারিয়া ও আরও দুই যুবক হঠাৎ আমাদের স্কুলের করণিক ভূতনাথ মাহাতোর উপর চড়াও হয়। তাঁকে মাটিতে ফেলে কিল-চড়-লাথি মারতে থাকে। আমি বাধা দিলে, আমাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে ওই তিন জন। পরে এলাকার বাসিন্দারা আমাদের উদ্ধার করেন।” স্কুল সূত্রের খবর, জামালুদ্দিনের ছেলে এই স্কুলেই পড়ে। গত বছর সে পরীক্ষায় অকৃতকার্য হয়। নতুন করে ফর্ম ফিলাপ করতে গিয়ে স্কুলে তার সঙ্গে ভূতনাথবাবুর বচসা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
|
তাণ্ডবের তদন্ত দাবি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বেগুনকোদরে নাগা জওয়ানদের ‘তাণ্ডবের’ ঘটনার তদন্ত দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাতো। রবিবার তিনি কোটশিলা থানার বেগুনকোদরে যান। সেখানে শনিবার রাতে কী ঘটেছিল, প্রত্যক্ষদর্শীদের কাছে তার বিবরণ শোনেন। পরে তিনি বলেন, “সেদিন ঠিক কী কারণে ওই জওয়ানেরা এ ভাবে বেপরোয়া হয়ে তাণ্ডব চালাল, তা জানতে তদন্ত হওয়া জরুরি। তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেব।” তাঁর প্রশ্ন, বেশি দিন একটি বাহিনীকে এক জায়গায় কেন রেখে দেওয়া হয়েছে? নাগা বাহিনীর কোনও আধিকারিক ঘটনার সময় মুরগুমা ক্যাম্পে ছিলন কি না, থাকলে তাঁর ভূমিকাই বা কী ছিল, তা-ও তদন্ত করে দেখার দাবি তুলেছেন ওই কংগ্রেস নেতা। তবে সোমবার থেকেই এলাকার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে ওঠে।
পুরনো খবর: কোটশিলায় ফের তাণ্ডবে অভিযুক্ত নাগা জওয়ানেরা
|
এসএফআইয়ের দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
শিক্ষেক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনা ও কলেজে পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ রক্ষা করা-সহ ছ’দফা দাবিতে মঙ্গলবার জেলাশাসক ও পুলিশ সুপারের দফতরে স্মারকলিপি দিল বাঁকুড়া জেলা এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর অভিযোগ, “টিএমসিপি-র দৌরাত্ম্যে কলেজগুলিতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। পঠনপাঠনও বন্ধ হতে বসেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।” জেলা প্রশাসনের তরফে দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তৃণমূল দাবি করেছে, এসএফআই এক সময়ে শিক্ষাঙ্গণ কলঙ্কিত করত। এখন টিএমসিপি শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথচারী যুবকের। পাত্রসায়র থানার কাঁকরডাঙা মোড়ের কাছে সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আরশাদ শেখ (২২)। পাত্রসায়রের বাজিতপুর গ্রামে তাঁর বাড়ি। কাঁকরডাঙা মোড় থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টর তাঁর পিেনে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।
|
টাকার বাক্স নিয়ে পালাল দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
তালা ভেঙে একটি গোলদারি দোকানে ঢুকেছিল চোর। মালপত্র হাতানোর আগেই টহলদারি পুলিশের নজরে পড়ে যায় ঘটনাটি। পুলিশের হাঁকডাক শুনেই ক্যাসবাক্স নিয়েই দৌড় লাগায় চোর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকায়। দোকান মালিক সাধন দত্তর দাবি, “ওই বাক্সে বেশ কয়েক হাজার টাকা ছিল। পুরো টাকা চোর নিয়ে গিয়েছে।” ওই রাতেই বিষ্ণুপুরের গোপেশ্বরপল্লি এলাকায় একটি ঘরে তালা ভাঙে দুষ্কৃতী। তবে ওই ঘরটি খালি থাকায় কিছু খোয়া যায়নি। পুলিশ জানায়, দু’টি ঘটনারই তদন্ত চলছে।
|
সোনামুখীর কলেজে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
বাঁকুড়া ও জয়রামবাটির পরে মঙ্গলবার সোনামুখীর একটি বেসরকারি পিটিটিআই কলেজে বিক্ষোভ দেখালেন প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষণের পরেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ শেখ জাহিরুল ইসলাম বলেন, “পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে কলেজের কিছু প্রাক্তন ছাত্রছাত্রী স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
বাড়িতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম শিশির লেট (৪৮)। বীরভূমের মাড়গ্রাম থানার কালুহা গ্রামের ঘটনা। মৃতের ভাই অসীম লেট তাঁর দাদাকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন। |
|