|
|
|
|
কারখানা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
প্রস্তাবিত সিমেন্ট কারখানা রূপায়ণে রঘুনাথপুরের বিধায়কের সঙ্গে বৈঠক করল রিলায়েন্স। বৃহস্পতিবার রঘুনাথপুরের মহকুমাশাসকের দফতরে তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির সঙ্গে আলোচনায় বসেছিলেন রিলায়েন্স সিমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (পরিবেশ) সঞ্জয় কুমার ও লিয়াজঁ অফিসার উজ্জল গুরু। এ দিন সংস্থার তরফে প্রকল্পটি সম্পর্কে বিশদে জানানো হয় বিধায়ককে। পাশাপাশি রাজ্য শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে সংস্থার জমির লিজ-চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিধায়ককে উদ্যোগী হওয়ার অনুরোধও জানান সঞ্জয় কুমাররা। রঘুনাথপুর ১ ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের দুরমুট মৌজায় ১০০ একর জমিতে সিমেন্ট কারখানা গড়ছে রিলায়েন্স। উজ্জলবাবু জানান, শুক্রবারের মধ্যে জমি চিহ্নিতকরণের জন্য সিমেন্টের খুঁটি পোঁতার কাজ শেষ হবে। তিনি বলেন, “এ দিন বিধায়কের সঙ্গে বৈঠকে প্রকল্প সম্পর্কে বিশদে জানানো হয়েছে। জমির লিজ-চুক্তি সম্পন্ন হওয়ার ২৬ মাসের মধ্যে কারখানার নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই যাতে শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে লিজ-চুক্তি সম্পন্ন হয়, সে ব্যাপারে উদ্যোগী হতে আমরা বিধায়ককে অনুরোধ করেছি।” বিধায়ক বলেন, “ওই সংস্থার কারখানাকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। আমরাও চাইছি, প্রকল্প দ্রুত রূপায়িত হোক।” জমির লিজ-চুক্তির বিষয়ে তিনি শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিধায়ক। অন্য দিকে, এ দিনই নিতুড়িয়া ব্লকের হাঁসাপাথর গ্রামের কমিউনিটি হলে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পে ‘ওয়াটার করিডর’-এর কাজে অনিচ্ছুক জমি-মালিকদের জন্য ফের ক্ষতিপূরণের চেক বিলির শিবির করেছে জেলা প্রশাসন। এ দিন ১১টি মৌজার জমি মালিকদের জন্যই চেক নিয়ে গিয়েছিলেন জমি অধিগ্রহণ দফতরের কর্মীরা। চেক ও নগদ টাকা নিয়েছেন ১৩ জন। প্রশাসন সূত্রের খবর, পরের ধাপে আরও কয়েক দিন ধরে এলাকায় শিবির করে ক্ষতিপূরণের চেক বিলি হবে। |
|
|
|
|
|