তিন পুরসভায় আজ উপনির্বাচন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর ও বাঁকুড়া |
আজ শুক্রবার সকাল থেকে পুরুলিয়া, রঘুনাথপুর ও বাঁকুড়ার তিনটি ওয়ার্ডের বাসিন্দারা ভোট দিতে বুথের সামনে লাইন দেবেন। ওই চারটি ওয়ার্ডের উপ নির্বাচন নির্বিঘ্নে সারতে প্রশাসন সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে। রঘুনাথপুরের ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে যথাক্রমে ১০০৪ এবং ১১১৪ জন ভোটার রয়েছেন। পুরুলিয়ার ৭ নম্বর ওয়ার্ডে নম্বর ওয়ার্ডে ভোটারে সংখ্যা ৪৮৯২ জন। আর বাঁকুড়ার ২৩ নম্বর ওয়ার্ডে ভোটার রয়েছেন প্রায় ৪৭০০ জন। |
|
যুদ্ধ নয়, ভোট। পুরুলিয়া পুরসভার উপ-নির্বাচনের আগে বৃহস্পতিবার ৭ নম্বর ওয়ার্ডে পুলিশের টহল। |
বাঁকুড়া সদর মহকুমাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। চলবে দুপুর তিনটা পর্যন্ত। যে কোনও ধরনের অশান্তি এড়াতে এলাকার বুথে বুথে থাকবে পুলিশের কড়া প্রহরা।” |
ব্যস্ত বিভিন্ন দলের ভোটকর্মীরাও।
তাঁদের জন্য পাড়ায় পাড়ায় রান্না হচ্ছে খিচুড়ি। |
বাঁকুড়া পুরসভার ২৩ নম্বর
ওয়ার্ডে বুথ সাজাচ্ছেন ভোটকর্মীরা । |
|
পুরুলিয়ায় সাতটি বুথ ও রঘুনাথপুরে তিনটি বুথ এবং বাঁকুড়ায় পাঁচটি বুথ থাকছে। অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে রঘুনাথপুরের ওই তিনটি বুথ উত্তেজনা প্রবণ বলে ঘোষণা করা হয়েছে। প্রতি বুথেই থাকছে দু’জন করে লাঠিধারী হোমগার্ড ও দু’জন করে সশস্ত্র পুলিস কর্মী। এ ছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রর চত্বরে থাকবে লাঠিধারী ও সশস্ত্র পুলিশ। প্রত্যেক বুথে পাঁচ জন করে ভোটকর্মী থাকবেন।
|
ছবিগুলি তুলেছেন সুজিত মাহাতো ও অভিজিৎ সিংহ। |
|